এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘পিসি-ভাইপোর’ জোটে ফাটল ধরাতে পারবে না বিজেপি, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘পিসি-ভাইপোর’ জোটে ফাটল ধরাতে পারবে না বিজেপি, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিজেপি বিরোধী জোট গঠনে এবার মমতা বন্ধ্যোপাধ্যায় ফেডারেল ফ্রন্ট গঠনে মরিয়া হয়ে উঠেছেন। জানা গেছে, জোট গঠনের জন্য তলব করেছেন চন্দ্রবাবু নাইডু, সরোদ পাওয়ার, মায়াবতীকেও। সম্প্রতি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের সাথে বিষয়টি নিয়ে নবান্নে বৈঠক সেরেছেন তিনি। উত্তরপ্রদেশের উপনির্বাচনে হারের পর

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি স্বক্রীয়ভাবে সমাজবাদী পার্টি ও বিএসপির জোট ভাঙতে চেষ্টা করে। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মায়াবতী এই জোট অক্ষুন্ন রাখার কথা দৃঢ়ভাবে জানান। এদিন তিনি বলেন, “বিজেপি আসলে গোরক্ষপুর ও ফুলপুরের পরাজয় মেনে নিতে পারছে না। ওরা বুঝতে পেরে গিয়েছে ওদের দিন শেষ হয়ে আসছে, তাই ওই ধরনের কথা বলছে। রাজ্যসভার ভোটে অনৈতিক জয় হাসিল করে গোরক্ষপুর ও ফুলপুরের পরাজয় পুষিয়ে দিতে পারবে না বিজেপি। সেই হতাশা থেকেই এখন নানাভাবে খোঁচা দেওয়ার চেষ্টা করছে।” আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী সপা-বিএসপি জোটকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!