ব্রেকিং নিউজ – মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি কলকাতা বিশেষ খবর রাজ্য May 25, 2019 দুদিন আগে সামনে এসেছে দেশের লোকসভা নির্বাচনের ফলাফল – আর তাতে স্পষ্ট ৪২ এ ৪২ এর দাবি করে কার্যত মুখ থুবড়ে পড়তে হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে বিজেপিকে নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, যে বাংলার কোথাও বিজেপি নেই – এবারে গোল্লা পাবে, গোল্লা। সেই বিজেপিই বাংলা থেকে নিজেদের সর্বকালীন রেকর্ড করে ১৮ টি আসন জিতে নিয়েছে। আর তারপর থেকেই কার্যত অন্তঃপুরে স্থান নিয়েছিলেন তৃণমূল নেত্রী। যে কোন নির্বাচনের ফলাফল বেরোলেই, যে তৃণমূল নেত্রীর অভ্যাস ছিল, বিজয়ীর হাসি হেসে মা-মাটি-মানুষকে ধন্যবাদ দেওয়া, তিনি কার্যত এড়িয়ে ছিলেন সংবাদমাধ্যমকে। সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য রাখা ছাড়া গত দুদিন তাঁকে তাঁর কালীঘাটের বাড়ির বাইরে দেখাও যায় নি। অবশেষে আজ লোকসভায় দলের জয়ী সদস্যদের ও দলের গুরুত্বপূর্ণ নেতাদের এক বৈঠকে ডাকেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর সেই বৈঠকের পর আজ মুখোমুখি হন সাংবাদিকদের। এতদিন, তাঁর যে বিজয়কে জনগনের আশীর্বাদ বলতেন, এখন হাওয়া ঘুরে যেতেই তার দায় চাপিয়ে দিলেন সংবাদমাধ্যমের উপরে আর বিজেপি টাকা ছড়িয়ে ভোট কিনেছে এই তত্বের উপরে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সারা দেশ জুড়ে ভারতের আমজনতা যে রায় দিয়েছেন, তা তিনি মানতে পারছেন না! ইভিএমে প্রোগ্রামিং করে নাকি বিজেপি জিতেছে! তবে, কিভাবে কি প্রোগ্রামিং তা অবশ্য তাঁর এখনো জানা নেই! ইভিএম প্রোগ্রামিংয়ের তত্ব আনার পাশাপাশি, তিনি জানালেন আজ নাকি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করে, পার্টি প্রেসিডেন্ট হিসাবে কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, টাকা নিয়ে হলেও রাজ্যের একটি বড় অংশ তাঁকে প্রত্যাখ্যান করায় তিনি কুর্সির ময় ত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু দলীয় নেতারা নাকি সম্মিলিতভাবে তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে দেন নি! আপনার মতামত জানান -