এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুলের বধের অস্ত্র কি তৈরী তৃণমূলের ?কালকের সভার দিকে তাকিয়ে দল

মুকুলের বধের অস্ত্র কি তৈরী তৃণমূলের ?কালকের সভার দিকে তাকিয়ে দল


বিজেপিতে যোগ দেবার পর ১০ নভেম্বর কলকাতায় প্রথম সভা করে বিশ্ব বাংলা ,জাগো বাংলা নিয়ে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ এনেছিলেন মুকুল রায়। আর প্রায় তার ঠিক একমাস পর তৃণমূলের বড় সমাবেশ হতে চলেছে তাই ঐদিন মুকুলকে বিঁধতে সব প্রকার অস্ত্র ব্যবহার করবেন আর এমনটাই আশা করছেন তৃণমূলের নেতা কর্মী থেকে শুরু করে সারা বঙ্গ। এর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনী মঞ্চ কিংবা বিধানসভায় মুকুল রায়ের নাম না করে জবাব দিয়েছেন মমতা।তাছাড়া এতদিন শুধু ‘মুকুল কুত্‍সা করছে’। দলের পক্ষে পার্থ চট্টোপাধ্যায় বলছেন- ‘মুকুল গদ্দার’। অভিষেকের দাবি- ‘মুকুলের দাবি অসত্য’। কিন্তু এবার বিজেপি বিরোধী এই সমাবেশে কতটা মুখ খুলবেন তৃণমূলনেত্রী? তাকিয়ে গোটা দল। ৬ ডিসেম্বর অযোধ্যায় বিতর্কিত সৌধ ভাঙা হয়েছিল। আর তার পর থেকেই এই দিন টিতেই বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল কংগ্রেস।এবারেও তার ব্যতিক্রম হবে না। আগামী কাল অর্থাৎ বুধবার এই সমাবেশ হতে চলেছে। এছাড়া যা জানা গেছে তাতে এখানে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে পরিচালনার দায়িত্ব। সুতরাং তিনিও হবেন সমবেশের অন্যতম বক্তা। শোনা যাচ্ছে, মুকুল রায়ের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ এনে তার প্রমান স্বরূপ কাগজপত্র ও তৈরি করছে তৃণমূল কংগ্রেস।যদিও এই নিয়ে আবার দলেই আপত্তি রয়েছে।কেননা তাদের দাবি মুকুল যে অনিয়ম করেছে বলে অভিযোগ তা করেছে তৃণমূলে থাকার সময় ফলে দলের গায়েই কালি লাগবে। তাছাড়া প্রশ্ন উঠবে তৃণমূল কেন মুকুলকে ওই সব অনিয়ম করার পরেও কিছু বলেনি। তাই সব কিছু মিলিয়ে এখন তৃণমূল একটু চিন্তায় আছে বলে মনে করছে রাজনৈতিকমহল। আর তৃণমূল তাকিয়ে নেত্রী আর যুবরাজের দিকে। .

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!