এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর সঙ্গে জোট নিয়ে একান্তে আলোচনা করতে চান রাহুল গান্ধী

মুখ্যমন্ত্রীর সঙ্গে জোট নিয়ে একান্তে আলোচনা করতে চান রাহুল গান্ধী


মমতার তিন দিনের দিল্লি সফরের খবর শুনে রাহুল গান্ধী সহ অন্যান্য দলের শীর্ষ নেতারাও তাঁর সাখ্যাত প্রার্থী। কিন্তু এখনো কারো সাথে দেখা করার সময় নির্ধারণ করেন নি মুখ্যমন্ত্রী, এমনটাই তৃণমূল সূত্রের খবর। এদিন এআইসিসির এক সদস্য জানান, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কারও অজানা নয়। ফলে, মমতা দিল্লি আসবেন আর তাঁর সঙ্গে রাহুলের দেখা হবে না, এটা হতেই পারে না। মমতা নিশ্চয় সময় দেবেন। কিন্তু কবে, কোথায় দেখা হবে, তা এখনও জানা নেই।’ওই সদস্য বিশ্বাসের সাথে জানান, সোনিয়া গান্ধীর সাথে নিজে দেখা করবেন মুখ্যমন্ত্রী। এনসিপি নেতা শারদ পাওয়ারের আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত থাকবেন অন্যান্য বিরোধী দলনেতারা। সেখানেই অনেকের সাথে দেখা করবেন মমতা। বেশ কিছুক্ষন সময় কাটাবেন সেন্ট্রাল হলে, সংসদে তৃণমূল কার্যালয়ে যাবেন, দেখা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সাথে। এদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ ছাড়া কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন। আর তাই ইউপিএ- ৩ গড়ার উদ্যেশ্যে মমতার সাথে দেখা করতে চান রাহুল। বিজেপি বিরোধী জোট গঠনের জন্য মুখ্যমত্রী সম্প্রতি বহু নেতাকেই ফোন করে আহ্বান জানান। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, কেশব রাও, মুখ্যমন্ত্রীর সাংসদ কন্যা কে কবিতা, চন্দ্রবাবু নাইডু। সম্প্রতি যোগাযোগ করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। অ-বিজেপি জোট গঠনের জন্য মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন অরবিন্দ কেজরিওয়াল, গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেল, জিগনেশ মেবানী প্রমুখ নেতাদের সাথে। উল্লেখ্য যে অ-বিজেপি জোটে ভবিষ্যতে সামিল হওয়ার সম্ভাবনা রয়েছে বামদল সহ সপা, বসপা, এনসিপি, আরজেডি ও মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিম প্রভৃতি রাজনৈতিক দলগুলির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!