এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার হেভিওয়েট মন্ত্রীদের সিবিআই গ্রেপ্তার করতেই আদালতে ‘বুঝে নেওয়ার’ হুমকি তৃণমূলের!

মমতার হেভিওয়েট মন্ত্রীদের সিবিআই গ্রেপ্তার করতেই আদালতে ‘বুঝে নেওয়ার’ হুমকি তৃণমূলের!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয় বার ক্ষমতায় আসতে না আসতেই এ যেন ল্যাজে-গোবরে দশা হয়ে গেল তৃণমূল কংগ্রেস সরকারের। একদিকে হিংসার ঘটনায় রাজ্যপালের অতি সক্রিয়তা যখন তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছে, ঠিক তখনই আজ সোমবার নারদ মামলায় গ্রেপ্তার করা হল রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমকে। যার ফলে কার্যত চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃতীয়বার বিজেপিকে পর্যুদস্ত করে ক্ষমতায় আসার পর থেকেই একদিকে কেন্দ্রীয় এজেন্সি, অন্যদিকে রাজ্যপালের অতি সক্রিয়তা তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে শুরু করেছিল।

আর এবার সাতসকালে ফিরহাদ হাকিমকে সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের বিড়ম্বনা যে মাত্রাতিরিক্ত ভাবে বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে হেভিওয়েট মন্ত্রী তথা শীর্ষ নেতা ফিরহাদ হাকিম গ্রেফতার হতে না হতেই কড়া প্রতিক্রিয়া দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। গোটা বিষয় নিয়ে যে তারা কোনোমতেই ছেড়ে কথা বলবে না এবং আদালতে গিয়ে যে তার জবাব দেবে, সেই ব্যাপারে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকাল 7 টা 45 মিনিটে ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে উপস্থিত হয় সিবিআই আধিকারিকরা। কিন্তু তখন বাড়ির দরজা বন্ধ থাকার কারণে প্রাচীর টপকে ভেতরে চলে যান তদন্তকারী সংস্থার কর্তাব্যক্তিরা। আর এরপরই আটক করা হয় রাজ্যের পরিবহনমন্ত্রীকে। তবে শুধু ফিরহাদ হাকিম নয়, ইতিমধ্যেই সিবিআইয়ের পক্ষ থেকে নিজাম প্যালেস নিয়ে আসা হয়েছে মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়কেও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই তোলপাড় হয়ে উঠেছে পরিস্থিতি। একের পর এক হেভিওয়েট মন্ত্রী এবং তৃণমূল শীর্ষ নেতাকে যেভাবে নিজাম প্যালেস নিয়ে আসা হল, তাতে এক ঝাঁক শাসকদলের হেভিওয়েট মন্ত্রী তথা তৃনমূল নেতাকে নারদা কান্ডের জন্য চার্জশিট পেশ করে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে মনে করা হচ্ছে। এদিকে ফিরহাদ হাকিম গ্রেফতার হতে না হতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “বিনা নোটিশে আমায় গ্রেফতার করা হল। বিনা নোটিশে সে আমায় গ্রেফতার করল। আমরা আদালতে বুঝে নেব।”

বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, বিজেপি সব সময় রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ আচরণ করে। এক্ষেত্রে বিজেপি এবার বাংলার ক্ষমতা দখল করতে পারেনি। তৃতীয়বার তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আর তারপর থেকেই শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সিবিআই দিয়ে তাদের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। আর সেই আশঙ্কার মাঝেই এবার সাতসকালে রাজ্যের পরিবহনমন্ত্রীকে গ্রেফতার করা হল।

সাথে সাথে একগুচ্ছ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রীদের তলব করা হল নিজাম প্যালেসে। তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের স্নায়ুর চাপ যে আরও বাড়তে পারে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। তবে কোনোভাবেই যে গোটা ঘটনাকে তারা মেনে নিতে পারছেন না এবং এর বিরুদ্ধে যে প্রতিবাদ চলবে, তা নিজেদের কড়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে শুরু করল তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!