এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভায় হার ভেঙে দিয়েছে কর্মীদের মনোবল! চাঙ্গা করতে বিশেষ পদক্ষেপ বিজেপি শীর্ষনেতৃত্বের

বিধানসভায় হার ভেঙে দিয়েছে কর্মীদের মনোবল! চাঙ্গা করতে বিশেষ পদক্ষেপ বিজেপি শীর্ষনেতৃত্বের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির বঙ্গ জয়ের পরিকল্পনা ছিল, যদিও বিজেপির সে উদ্যোগ সফল হয়নি। নির্বাচনে বিপর্যয়ের পর থেকে দলের নেতা-কর্মীদের একাংশ বেশ কিছুটা হতাশ, বেশ কিছু স্থানে পার্টি অফিসে ঝুলছে তালা, কিছু ক্ষেত্রে দলের কর্মীদের সঙ্গে জেলা স্তরের নেতারা যোগাযোগ রাখছেন না, এমন অভিযোগও উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের আবার সতেজ করার বিশেষ উদ্যোগ নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচনের পরাজয়ের পর দলের নেতাকর্মীরা যাতে অবসাদগ্রস্ত না হয়ে পড়েন, রাজনৈতিক লড়াইয়ের ময়দান থেকে তাঁরা যেন সরে না আসেন, তাই তাদের মনোবল বাড়াতে এবার থেকে ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে দলের কর্মীদের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে। কর্মীরা সমস্যায় পড়লে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে। বিজেপি রাজ্য নেতৃত্ব কেন্দ্রের এই নির্দেশ মেনে নিয়েছে। দ্রুত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নেতৃত্ব।

এদিকে, গতকাল থেকে রাজ্যে জারি হয়েছে লকডাউন, রাজনৈতিক সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে কোনো বড় মাপের বৈঠক করা সম্ভব নয়। তবে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট বৈঠকের আয়োজন করা যায় কিনা? সে বিষয়ে চিন্তা ভাবনা করছে বিজেপি। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগদান করবে বিজেপির রাজ্য নেতৃত্ব। দলকে সতেজ করতে ভোকাল টনিকও দিচ্ছে দলের রাজ্য নেতৃত্ব। ৩ থেকে ৭৭ এ পৌঁছেছে বিজেপি, যা বলে দলকে উজ্জীবিত করার চেষ্টা হচ্ছে। তবে, নির্বাচনে পরাজয় ও সাম্প্রতিক লকডাউন ঘোষিত হওয়ার কারণে কর্মীদের একাংশ কিছুটা ঝিমিয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। কর্মীরা যদি নিষ্ক্রিয় হয়ে পড়েন, তবে বিপদ বাড়বে দলের, দলের সাংগঠনিক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। সমস্ত বিষয় চিন্তা করে দলকে চাঙ্গা করার উদ্যোগ নিতে চাইছে দলের রাজ্য নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি রাজ্যে আসা বিজেপির কেন্দ্রীয় নেতা তরুণ চুঘ জানালেন যে, নির্বাচনের ফলাফলের পর বিজেপির কর্মীদের উপর বারবার আক্রমণ ঘটছে। বিজেপির হাজার হাজার নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। বিজেপি নেতারা কর্মীদের ঘরে ফিরিয়ে তাদের মনোবল বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। করোনা সংক্রমনের কারণে বিজেপির যে সমস্ত কর্মীরা বসে যেতে বাধ্য হয়েছেন, তাদের কাছে নিয়মিত ওষুধ পত্র, খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে কিনা? সে ব্যাপারেও দেখাশোনার নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, গতবছরও তাঁরা বেশকিছু ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিলেন। এবারও ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। এ ছাড়া আপাতত অন্য কোন উপায় নেই। ভার্চুয়াল বৈঠক চলবে। এই বৈঠকের মাধ্যমে দলের কর্মীদের কাছে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেওয়া, দলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের খোঁজ খবর নেওয়ার কাজ চলবে। এই সঙ্গে দলের সাংগঠনিক খোঁজ-খবরও নেয়া হবে।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে দলের কর্মীদের মনোবল যেভাবে ভেঙে পড়েছে, বেশ কিছু কর্মী যেভাবে অবসাদে ভুগছেন, সে দিক থেকে বিচার করলে দলের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। দলের নেতাকর্মীদের মনোবল সতেজ করে ,সংগঠনকে মজবুত করে আগামী দিনের রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!