এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নারদকাণ্ডে গ্রেপ্তার ফিরহাদ, সুব্রত, শোভন, মদন! উত্তাল রাজ্য রাজনীতি

নারদকাণ্ডে গ্রেপ্তার ফিরহাদ, সুব্রত, শোভন, মদন! উত্তাল রাজ্য রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ একদিনে বিরাট ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল। নারদ কাণ্ডে আজ সিবিআই গ্রেপ্তার করেছে রাজ্যের দুজন মন্ত্রী ও দু’জন প্রাক্তন মন্ত্রীকে। যাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, এই চারজনকে নিজাম প্যালেসে এনে অ্যারেস্ট মেমোতে স্বাক্ষর করানো হয়েছে। নারদ কান্ডে আজ চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। আর, আজ সকালেই নারদ কান্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ করতে এই চারজন হেভিওয়েটকে নিজাম প্যালেসে আনা হয়েছে।

আজ রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে আনা হয়েছে। তাদের সিবিআই দপ্তরে আনার সময় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। হেভিওয়েটদের কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে নিয়ে যেতে পারে সিবিআই, এমন একটা সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। ঘটনায় তীব্র শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনার পর চেতলায় তুমুল বিক্ষোভ, অবরোধ শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

বেশ কিছুদিন আগে নারদ কান্ডে রাজ্যের কয়েকজন হেভিওয়েট এর বিরুদ্ধে চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তারপরে এ বিষয় নিয়ে নড়েচড়ে বসে সিবিআই। এরপর আজ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধানসভার স্পিকারের কাছ থেকে অনুমতি না নিয়ে, রাজ্যপালের কাছে কেন সিবিআই এর অনুমতি নিয়েছিল?

তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন অনেকে। তবে অনেকে এটাও বলছেন যে, নারদ কান্ড যে সময় হয়েছিল সেসময় এই চারজন রাজ্যের মন্ত্রী ছিলেন। রাজ্যের মন্ত্রীরা সাংবিধানিকভাবে রাজ্যপালের কাছে দায়বদ্ধ থাকেন। রাজ্যপালের কাছ থেকেই তাঁরা শপথ গ্রহণ করেন। এ কারণেই রাজভবনের পক্ষ থেকে এই অনুমতি দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২০১৬ সালের ১৪ ই মার্চ নারদ কান্ডের ফুটেজ প্রথম সামনে এসেছিল। তারপর থেকে শুরু হয়েছিল মামলা। আজ যার চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। এদিকে, চারজন হেভিওয়েটকে তুলে নিয়ে যাবার পরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র শোরগোল, ক্ষোভ শুরু হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলে। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, নরেন্দ্র মোদী, অমিত শাহর নির্দেশে এই সমস্ত কাজ হচ্ছে। আদালতে এর মোকাবিলা করা হবে। এই পদক্ষেপকে তিনি রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে কটাক্ষ করেছেন।

তিনি কটাক্ষ করেছেন, নির্বাচনে পরাজয়ের কারণেই এমনটা করা হচ্ছে। সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলেও তিনি কটাক্ষ করেছেন। আজ সকালে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়। এছাড়া তাঁর বাড়ির সামনে কলকাতা পুলিশের বাহিনীও উপস্থিত থাকে। এরপর বাড়ি থেকে বের করে গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়। এসময় মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তিনি দেখে নেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!