এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রত্যাশামতোই ফের জার্সি বদল করে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদের বিজেপি নেতা হুমায়ুন কবির।

প্রত্যাশামতোই ফের জার্সি বদল করে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদের বিজেপি নেতা হুমায়ুন কবির।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –
” আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায় ওরে ভাই রে,
ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
আমি যেই দিকেতে চাই, দেখে অবাক বনে যাই,….
আমি অর্থ কোন খুঁজে নাহি পাই রে,
ওরে ভাই রে ও ভাই……. ”

লোকে বলে, রাজনীতিতে স্থায়ী বলে কিছু নাকি কিছু হয় না, স্থায়ী বন্ধু ও হয় না, আবার স্থায়ী শত্রুও হয় না। যে দুদলের দুই নেতা আজ নিজেদের মধ্যে মারামারি করছেণ তো কাল ই হয়তো দেখবেন দুজন চা পান করছেন এক টেবিলে বসে, হয়ে গেছেন গলা ধরা বন্ধু। তবে, সকল রাজনীতিবিদ এমন হবেন, এটা ভাবাও কিন্তু আবার ঠিক হয়, নিজের দল, রাজনৈতিক মতাদর্শ সারাজীবন ধরে শ্রদ্ধার সঙ্গে বহন করে গেছেন, কিংবা বিপক্ষ দলে যোগদান দিয়ে মন্ত্রিত্ব লাভের মতো সুযোগকেও প্রত্যাক্ষান করে, সারাজীবন মলিন ঝুলি আর বিবর্ণ ছাতা নিয়ে ঘুরেছেন এমন রাজনীতিবিদও কিন্তু রাজনীতির জগতে মোটেই বিরল নন। কিন্তু পশ্চিমবঙ্গের জনৈক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরের ব্যাপারটা কিন্তু অনন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৮ বছরে ৫ বার দল বদলে যে রেকর্ড ইতিমধ্যেই তিনি করে ফেললেন, সেরকম রেকর্ড আর কোন রাজ্যের নেতা বা মন্ত্রী করতে পেরেছেন কিনা সন্দেহ আছে। ঠিক শুনেছেন ৮ বছরে ৫ বার। গত বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রাজ্যের জনৈক প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। এবার আসুন একনজরে দেখে নেওয়া যাক প্রাক্তন মন্ত্রীর দলবদলের রোজনামচা। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একজন পরিচিত যোদ্ধা ছিলেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। তারপরে তাঁর আচমকা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান।

গত ২০১৮ সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পটভূমিতে কংগ্রেসের হয়ে লড়াই করাবার জন্য তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু আচমকাই পঞ্চায়েত নির্বাচনের আগে প্রত্যাহার করে নিলেন নিজের প্রার্থীপদ। আর এই ঘটনার এক মাসের মধ্যেই কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেন। সোজা চলে গেলেন দিল্লিতে, কৈলাস বিজয়বর্গী সহ বিজেপির হাইকমান্ডের হাত ধরে নিজেকে গেরুয়া চাদরে মুড়ে দিলেন। এরপর গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে নির্বাচনে লড়াইও করলেন বিজেপির হয়ে। কিন্তু জয়ের মুখ দেখতে পেলেন না, হেরে বসলেন মুর্শিদাবাদের বর্তমান তৃণমূল সাংসদ আবু তাহের খানের কাছে।

সংবাদসূত্র অনুযায়ী, এবার পূর্বের প্রতিদ্দ্বন্বি আবু তাহের খানের হাত ধরেই বিজেপি ছেড়ে গত বৃহস্পতিবার দুপরে তৃনমুলে যোগদান করলেন হুমায়ুন কবির। পূর্বের শত্রুর সঙ্গে দোস্তালী পাতিয়ে তাঁর এই দলবদলে বিস্মিত অনেকেই। সংবাদ সূত্রের খবর, এ দিন বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাঁর হাতে তৃণমূল দলের পতাকা তুলে দিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান।

নিজের এই দলবদল প্রসঙ্গে অম্লান বদনে হুমায়ুন কবির বললেন, “তৃণমূল ছেড়ে ভুল করেছিলাম, আবার তৃণমূলে যোগদান করলাম।” তৃণমূল দলে তাঁর বিশ্বাসযোগ্যতা দলের কাছে প্রশ্নহীন, এমনটাই দাবি সদ্য দলে ফেরা এই নেতার। যদিও তাঁর এই ঘন ঘন দলবদলকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!