এখন পড়ছেন
হোম > রাজ্য > স্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের না থাকা প্রসঙ্গে মুখ খুললেন মানস ভূঁইয়া

স্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের না থাকা প্রসঙ্গে মুখ খুললেন মানস ভূঁইয়া


স্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থাকা নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন মানস ভূঁইয়া। এ বিষয়ে মানস বাবু বলেন,পরিষদীয় গণতন্ত্রের রীতিনীতি অনুযায়ী তিনি আশা করে ছিলেন কংগ্রেস বিধায়করা উপস্থিত থাকবেন।কিন্ত তাদের না থাকায় তিনি দাবি করেন,”কমিউনিস্টদের সঙ্গে ওঠাবসা করতে করতে কংগ্রেস দল মার্কসিস্ট কংগ্রেসে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, আজ বিধানসভায় সবং উপনির্বাচনে জয়ী তৃনমূল প্রার্থী গিতারানী ভূঁইয়া শপথ গ্রহণ করলেন। বিধায়ক হিসেবে তৃনমূলের ২১২তম বিধায়ক হলে মানস পত্নী গীতা দেবী । কিন্তু প্রাক্তন কংগ্রেস নেতার স্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলনা কংগ্রেস শিবির। যদিও রাজনৈতিক মহলের ধারণা যে কংগ্রেসের সঙ্গে মানস ভুঁইয়ার তিক্ত সম্পর্কের জন্য আজ বিধানসভায় দেখা গেল না কংগ্রেসের অনেক সদস্যকেই। তবে কংগ্রেসের দলীয় সূত্রে জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সমস্ত বিধায়ক দিল্লিতে রয়েছেন ।সেই কারণেই শপথ গ্রহণ অনুষ্ঠানে গড়হাজির তাঁরা। মানস পত্নীর শপথ গ্রহণের সাথে সাথে কংগ্রেস-তৃনমূল দ্বন্দ্বের এক নতুন দিক উঠে আসবে বলেই মনে করছে অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!