এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মডেল কোড অফ কনডাক্ট আসলে মোদি কোড অফ কনডাক্ট” – তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

“মডেল কোড অফ কনডাক্ট আসলে মোদি কোড অফ কনডাক্ট” – তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু তোলপাড় করে দিয়েছে রাজ্য রাজনীতিকে। আজ শীতলকুচিতে যেতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গতকাল রাতে নির্বাচন কমিশন এক নির্দেশিকা জারি করেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কোচবিহারে প্রবেশ করতে পারবেন না। এই নিষেধাজ্ঞার কারণে শীতলকুচি সফর শেষ পর্যন্ত বাতিল করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আজ টুইট করে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট হল আসলে মোদি কোড অফ কন্ডাক্ট। বিজেপি তার সমস্ত শক্তি প্রয়োগ করেও মুখ্যমন্ত্রীকে মানুষের পাশে থাকা ও তাদের বেদনা ভাগ করে নিতে চাওয়া থেকে আটকাতে পারবেনা। মুখ্যমন্ত্রী তাঁর টুইটে আরও জানিয়েছেন যে, তিন দিনের জন্য তাঁকে কোচবিহারে প্রবেশ করা থেকে আটকে দিতে পারবে, কিন্তু চতুর্থ দিনেই তিনি সেখানে যাবেন। নিজের মানুষের পাশে দাঁড়াতে বিশ্বের কেউ তাঁকে রুখে দিতে পারবে না।

প্রসঙ্গত, আজ শীতলকুচিতে এসে গতকালের ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মাথাভাঙ্গা হাসপাতালের পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করার কাজ শুরু হয়েছিল। সম্প্রতি, সফর বাতিলের পর তা স্থগিত রাখা হয়েছে। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!