এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “শীতলকুচিতে গণহত্যা হয়েছে। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে আধাসেনা।” – তোপ মমতার

“শীতলকুচিতে গণহত্যা হয়েছে। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে আধাসেনা।” – তোপ মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ শীতলকুচি গিয়ে গতকালের ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে যে, আগামী ৭২ ঘণ্টা কোচবিহারে কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীর প্রবেশ করা চলবে না। এরপর শিলিগুড়ি থেকে ভিডিও কনফারেন্স করে নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির সাংবাদিক বৈঠক থেকে গতকালের এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, গনহত্যা করা হয়েছে। বুক লক্ষ করে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের ঘটনায় মৃত যুবকের ছবি হাতে নিয়ে বক্তব্য রাখতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী জানালেন, বুক লক্ষ্য করে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। এই ঘটনার তথ্য চাপা দিতেই কোচবিহারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। গণহত্যার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনকে তিনি শ্রদ্ধা করেন। মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন, অপদার্থ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বাহিনীকে ক্লিনচিট দেয়া হয়েছে। কিন্তু তাঁকে আটকাতে আইন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এ সময় যদি তিনি নিহতদের পরিবারের পাশে থাকতে পারতেন, তাহলে ভাল হত। কিন্তু তাঁকে সেখানে যেতে দেওয়া হবে না বলে, আইন করা হয়েছে। ১৪ তারিখ তিনি সেখানে যাবেন। মৃতদের পরিবারের পাশে থাকবেন। তিনি জানান, মৃতদের মধ্যে কারো স্ত্রী গর্ভবতী, কারো তিন বছরের বাচ্চা রয়েছে। এরা সবাই সাধারণ মানুষ, যারা ভোট দিতে এসেছিলেন। কেন্দ্রীয় বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে। এ সময় তিনি যদি তাদের পাশে থাকতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, তবে তারা সান্ত্বনা পেত। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি। এমন নৃশংস হত্যাকাণ্ড বাংলা আগে দেখেনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!