এখন পড়ছেন
হোম > জাতীয় > সিঙ্গুর, নন্দীগ্রামের ছায়া এবার মোদির গুজরাটে

সিঙ্গুর, নন্দীগ্রামের ছায়া এবার মোদির গুজরাটে


মহারাষ্ট্রের কৃষক বিদ্রোহের জের কাটতে না কাটতেই প্রতিবেশী রাজ্য গুজরাটে শুরু হলো কৃষক অসন্তোষ। ঘটনার সূত্রপাত গুজরাটের ভাবনগরে। এখানে কারখানা নির্মানের উদ্দেশ্যে সরকার কৃষি জমি অধিগ্রহণ করলে কৃষকেরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। কিন্তু অভিযোগ উঠেছে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের মহিলা এবং শিশুদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। এমনকী আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্ক করতে পুলিস কাঁদানে গ্যাসের শেল ফাটায়। তার জেরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুলিসের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন কৃষক। ৫০ জন কৃষককে আটক করেছে পুলিশ। উল্লেখ্য ২০ বছর আগে গুজরাট বিদ্যুৎ পর্ষদ কারখানা তৈরীর জন্য ভাবনগরের ১২টি গ্রামের ১২০০ কৃষকের কাছ থেকে ৩০০০ একর জমি অধিগ্রহণ করেছিল। কিন্ত গত ২০ বছরে সেখানো কোনও কারখানা নির্মান হয়নি। ফলে স্বাভাবিকভাবেই ঐ জমিতেই কৃষকরা চাষাবাদ করছিলেন। কিন্তু গত কয়েকদিন যাবৎ ঐ সংস্থা সেখানে কারখানা নির্মানের কাজে সক্রিয় হয়। আর সেকারণে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়। তখনই শুরু হয় কৃষক প্রতিবাদ। এদিন বিক্ষোভরত কৃষকনেতা বললেন, ” আমাদের হঠাতে পুলিশ পাঠানো হয়। আন্দোলনে কৃষক পরিবারের মহিলা এবং শিশুরাও সামিল হয়েছিল। তাঁদের সঙ্গেই প্রথমে দুর্ব্যবহার শুরু করে পুলিশ। তখনই উত্তেজনা চরমে ওঠে।”রাজনৈতিক মহল তাই এর সাথে বাংলার সিনসুর নন্দীগ্রামের ছায়া দেখছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!