এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার নমোর কামাল! লকডাউনের মাঝেও করে ফেললেন ৭৫ হাজার কোটির বিশাল বিদেশী লগ্নির ব্যবস্থা!

আবার নমোর কামাল! লকডাউনের মাঝেও করে ফেললেন ৭৫ হাজার কোটির বিশাল বিদেশী লগ্নির ব্যবস্থা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টগুগল। মানুষের দৈনন্দিন জীবনের কতটা অংশ জুড়ে তা বিচরণ করে, নতুন করে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার সেই গুগলের হাত ধরেই কি বড়সড় সুখবর আসতে চলেছে ভারতবর্ষে? ভয়াবহ করোনা ভাইরাস ব্যাপক তান্ডব চালাচ্ছে গোটা দেশজুড়ে। দীর্ঘদিন ধরে বন্ধ ব্যবসা-বাণিজ্য। অর্থনীতি অনেকটাই নুইয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক মেরুদন্ড যদি শক্তিশালী না হয়, তাহলে পরিস্থিতি বেগতিক হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন সকলে। ভারত সরকার চেষ্টা করছে, কিভাবে মাথা তুলে দাঁড়ানো যায়।

তাই এই অবস্থায় এবার ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চলেছে গুগল। সূত্রের খবর, এদিন সকালে ভিডিও কনফারেন্সে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে একটি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই বৈঠক থেকেই দেশবাসীর জন্য উঠে আসে বড়সড় সুখবর। জানা গেছে, গুগলের সিইও জানিয়েছেন যে, ভারতে 75 হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বর্তমান সময়ে গুগলের পক্ষ থেকে এই বিনিয়োগ যদি সম্ভব হয়, তাহলে ভারতের অর্থনৈতিক মেরুদণ্ড অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইকুইটি, ইনভেসমেন্ট, পরিকাঠামো এবং অংশীদারি মিলিয়ে এই অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের জন্য যা প্রযুক্তিগতভাবে প্রয়োজন, এবার গুগল সেদিকে নজর দিয়ে নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর পথে এগিয়ে নিয়ে যাবে।

এদিকে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে তার এই বৈঠকের কথা ইতিমধ্যেই ট্যুইটে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই বিশাল মাত্রায় বিনিয়োগ ভারতে হয়, তাহলে বর্তমান পরিস্থিতিতে তা দেশের পক্ষে অত্যন্ত লাভবান হবে। কেননা দীর্ঘদিন ধরে লকডাউনে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও সমস্যার মুখে রয়েছে।

তাই গুগলের মত সংস্থা যদি 75 হাজার কোটি টাকার বিনিয়োগ করে, তাহলে ভারত কিছুটা হলেও মাথা তুলে দাঁড়াতে পারবে বলেই মনে করছেন একাংশ। এখন গুগলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর এরকম ঘোষণা নিঃসন্দেহে খুশির আবহ তৈরি করেছে গোটা দেশজুড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!