এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নন্দীগ্রাম নিয়ে ইঙ্গিতবাহী পোস্ট! শুভেন্দুর মন্তব্যে বাড়ছে জল্পনা!

নন্দীগ্রাম নিয়ে ইঙ্গিতবাহী পোস্ট! শুভেন্দুর মন্তব্যে বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার নিজেকে নন্দীগ্রামের ভূমিপুত্র বলে দাবি করেছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর প্রয়োজন ছাড়া কেউ নন্দীগ্রামের দিকে ফিরেও তাকায়নি বলেও বারবার মন্তব্য করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। আর আজ 10 নভেম্বর সেই নন্দীগ্রাম দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট করতে দেখা গেল নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতাকে। যেখানে অতীতের কথা তুলে ধরে ভবিষ্যতের বার্তা দিলেন তিনি। স্বাভাবিকভাবেই তার সেই পোস্টকে কেন্দ্র করে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, আজ নন্দীগ্রাম দিবসের দিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। যেখানে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তিনি। আর সেই‌ পোস্টেই একটি লাইনে শুভেন্দুবাবু লেখেন, “নন্দীগ্রাম আগেও অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।” একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী এই কথা বলে বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বুঝিয়ে দিলেন যে, নন্দীগ্রামে আগে যেভাবে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছিল, ঠিক একইভাবে বর্তমান সরকারের বিরুদ্ধেও আন্দোলন তৈরি হতে পারে। আর তাই ভবিষ্যতের কথা তুলে ধরে বর্তমান শাসক দলকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!