এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রতিরোধ সংকল্প যাত্রা রুখতে ফের আদালতে রাজ্য

প্রতিরোধ সংকল্প যাত্রা রুখতে ফের আদালতে রাজ্য

এবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।এদিন বিজেপির কাঁথি থেকে কোচবিহার পর্যন্ত প্রতিরোধ সংকল্প যাত্রা করার অনুমতি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া অনুমতিকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।এদিকে কিন্তু বিজেপির প্রতিরোধ সংকল্প অভিযান শুরু হয়ে গেছে।আজ দুপুরে এই এমামলার শুনানি হবার কথা আছে। ঘটনা হলো বিজেপির যুবমোর্চার তরফ থেকে রাজ্যে পুলিশের কাছে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি কাঁথি থেকে কোচবিহার পর্যন্ত প্রতিরোধ সংকল্প যাত্রা করার অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দেওয়া হয়। পুলিশ এই আবেদন যাচ্ছ করে দেয়। বাতিল করার কারণ হিসাবে বলা হয়েছিল যে গঙ্গাসাগর মেলা উপলক্ষে পূর্ণার্থীদের অসুবিধা হবে।তছাড়া যদি ২৬ তারিখ এই বাইক মিছিল করতে চায় বিজেপি তবে তার অনুমতি দেওয়া হবে। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয় যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়ে গেছে ফলে আর পিছিয়ে আসা সম্ভব নয় তাই এদিন আদালত মিছিল করার অনুমতি দে। আর আজ সেই অনুমতিকেই পাল্টা চ্যালেঞ্জ জানালো রাজ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!