এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যসচিবকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ ! এই ইস্যুতে প্রশ্নের মুখে মুখ্যসচিব !

মুখ্যসচিবকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ ! এই ইস্যুতে প্রশ্নের মুখে মুখ্যসচিব !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  কাটোয়াতে জেটিঘাট নির্মাণের জন্য জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও আজও জমিদাতারা কোনো ক্ষতিপূরণ পাননি ফলে অভিযোগকারীরা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দারস্ত হয়েছিলেন সেখানে অভিযোগকারীদের জমির জন্য ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ । কিন্তু পরবর্তিতে দেখা যায় রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হয় ডিভিশন বেঞ্চে  ।

আর এবার ডিভিশন বেঞ্চও সেই মামলার শুনানি চলাকালীন রাজ্যকে নির্দেশ দেয় জেটিঘাটের জন্য জমি দেওয়া মানুষদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য  ফলে এবার রাজ্যের মুখ্য সচিবকে হাইকোর্টে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের তরফে। জানা যাচ্ছে  আগামী ২৯শে জুলাই কাটোয়ায় জমি দাতাদের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হল মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে। আদালত সূত্রের খবর জমিদাতারা কোনও ক্ষতিপূরণ পাননি আর সেই কারণেই এই হাজিরার নির্দেশ।সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্তিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!