এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে মমতার ঘুম ওড়াতে মুকুল হানলেন ৪ বান! অস্বস্তি বাড়ছে শাসকদলের?

করোনা আবহে মমতার ঘুম ওড়াতে মুকুল হানলেন ৪ বান! অস্বস্তি বাড়ছে শাসকদলের?


করোনা আবহে মমতার ঘুম ওড়াতে মুকুল হানলেন ৪ বান! অনেকদিন অন্তরালে থেকে এবার ফের প্রাক্তন নেত্রীকে সরাসরি ৪ প্রশ্নবাণ ছুড়লেন এদিন বিজেপি নেতা মুকলি রায়।তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় সরব হলেন বিজেপি নেতা।

সেই ৪ বান হলো –

এদিন তিনি দাবি করেন মমতা সরকার পুরোপুরি ব্যর্থ।মমতা বন্দ্যোপাধ্যায় শখ পূরণ করছেন। কেন একথা বলছেন তার বিস্তারিত ব্যাখ্যাও তিনি তুলে ধরেন এদিন। তিনি বলেন, “রাজ্য যখন মহাসংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তখন নিজের শখপূরণেই ব্যস্ত থাকছেন। করোনা মোকাবিলায় তিনি যা করছেন তাঁকে শখপূরণ ছাড়া কিছুই বলা যায় না।”

এদিন তিনি দাবি করেন যে, রাজ্যের তৃণমূল সরকার যে এবার সবকিছুর জবাবদিহি করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রমাণ করে দিচ্ছেন, তিনি কতটা ব্যর্থ।কেননা তিনি চিকিৎসা পরিষেবা দেবার বদলে হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দেন। বলেন, সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারের থেকে হোম কোয়ারেন্টাইন অনেক ভালো। কেন ? এর জবাব তাঁকেই দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা আরো বলেন যে, “এই করোনা পরিস্থিতিতে রাজ্যকে রক্ষা করতে সামনের সারিতে দাঁড়িয়ে ডাক্তাররা কাজ করছেন, পুলিশ কাজ করছেন, অন্যান্য লোকজনরা কাজ করছেন, শুধু দিদি কাজ করছেন না। তিনি প্রতিদিন নতুন নতুন শখ পূরণ করে নিতে চাইছেন। করছেনও শখ পূরণ।”

এদিন মুকুলবাবু তাঁর টুইটারেও এই নিয়ে রাজ্যের পুলিশকেও নিশানা করে তিনি লেখেন, “করোনার প্রাদুর্ভাব থেকে মানুষকে বাঁচতে সহায়তা করার কথা যে পুলিশের, সেই পুলিশ মারধর করছে মানুষকে। পুলিশই হিংসা ছড়াচ্ছে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলাতেও লকডাউন চলছে। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা।”

এদিন তিনি এর সাথেই রাজ্যের করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন. অভিযোগ তোলেন যে, “মানুষ মরে যাচ্ছে, আর দিদি সংখ্যা নিয়ে চাতুরি করছেন। এই সময়ে তাঁর এসব করতে ভালো লাগছে! করোনা সঙ্কটেও তিনি রাজনৈতিক প্রতিযোগিতায় সামিল হতে চাইছেন প্রতিনিয়ত।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!