এখন পড়ছেন
হোম > জাতীয় > স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই ট্যুইট শুভেন্দুর, জেনে নিন!

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই ট্যুইট শুভেন্দুর, জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। আর তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি চলে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে দুজনের মধ্যে প্রায় 30 মিনিট ধরে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে খবর। মূলত, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে একটি ট্যুইট করলেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন একটি ট্যুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লেখেন, “আজ আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। নয়া দিল্লিতে শাহের অফিসে ব্যস্ত সময়ের মধ্যে আমার সঙ্গে দেখা করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।” একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পরিকল্পনা কি হবে, তারা কিভাবে লড়াই করবে, তা নিয়েই হয়তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী এলে যে সুষ্ নির্বাচন সম্ভব এবং তাতে যে বিজেপি সাফল্য পাবে, সেই বিষয়টিও হয়তো অমিত শাহের কাছে তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!