এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট ঘোষণার পরেই শাহের দরবারে শুভেন্দু, বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা!

ভোট ঘোষণার পরেই শাহের দরবারে শুভেন্দু, বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ঘোষণা করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। আর তারপর থেকেই সেই নির্বাচনের দিনক্ষণ থেকে শুরু করে মনোনয়ন পত্র দাখিলের সময়সীমা সহ একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় জনতা পার্টি। এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। যেখানে দুজনের মধ্যে প্রায় 30 মিনিট কথা হয়েছে বলে খবর। আর বাংলার বিরোধী দলনেতার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লির এয়ারপোর্টে নেমে সোজা নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে চলে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে খবর। মূলত কেন্দ্রীয় বাহিনীর সহ একাধিক বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। আর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই শুভেন্দুবাবুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ বৈঠক, বিজেপির আগামী পদক্ষেপ ঘিরে জল্পনা বাড়িয়ে দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!