এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ভোটের আগেই তৃণমূলকে জয়ী ঘোষণা করলে খুশি হতেন” কমিশনকে তীব্র কটাক্ষ হেভিওয়েটের!

“ভোটের আগেই তৃণমূলকে জয়ী ঘোষণা করলে খুশি হতেন” কমিশনকে তীব্র কটাক্ষ হেভিওয়েটের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরেই নির্বাচনের ঘোষণা করে দিয়েছেন রাজীব সিনহা। যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য খুব অল্প সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য‌। তার দাবি, এই নির্বাচন কমিশন একেবারেই অনভিজ্ঞ। তিনি হয়তো ভোটের আগেই তৃণমূলকে জয়ী করে দিলে সব থেকে বেশি খুশি হতেন।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়‌। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “কোনো হোমওয়ার্ক না করেই তড়িঘড়ি পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন কমিশন একেবারেই অনভিজ্ঞ। আমাদের দুর্ভাগ্য যে, এমন একজন নির্বাচন কমিশনকে নিযুক্ত করা হয়েছে। আসলে তিনি চাইছিলেন যে, ভোটের আগেই যাতে তৃণমূলকে জয়ী ঘোষণা করে দেওয়া যায়। কিন্তু যে কোনো কারনেই হোক, সেটা হয়নি।”

একাংশ বলছেন, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত কমিশনকে রাজ্যের হাতের পুতুলের সঙ্গে তুলনা করতে চাইলেন এই বিজেপি নেতা। বুঝিয়ে দিতে চাইলেন, রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের কথা মত কাজ করছে। এক্ষেত্রে তড়িঘড়ি ভোটের ঘোষণা থেকে শুরু করে মনোনয়ন পত্রের সময়সীমা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!