এখন পড়ছেন
হোম > রাজনীতি > ” দু বছর বয়স থেকে রাজনীতি করে অভিষেক “পরিবারতন্ত্রের কটাক্ষের জবাব দিলেন মমতা !

” দু বছর বয়স থেকে রাজনীতি করে অভিষেক “পরিবারতন্ত্রের কটাক্ষের জবাব দিলেন মমতা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সর্বেশ্বর্বা, তা জানেন প্রত্যেকেই। তবে বিভিন্ন সময় বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়, তৃণমূল একটা কোম্পানি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হওয়ার কারণে তার হাতেই দলের সমস্ত রাশ তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু বছর বয়স থেকে রাজনীতি করে বলে দাবি করে বসলেন তৃণমূল নেত্রী।

প্রসঙ্গত, এদিন তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন তিনি । যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকে বলেন, পরিবারতন্ত্র। দিদির ভাইপো বলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি হয়েছেন। কিন্তু আমি বলি, অভিষেকের তখন দুই বছর বয়স । 1990 সালে সিপিএম আমাকে মেরেছিল। ও মায়ের কোলে বসে আমার কাছ থেকে সব শুনছিল। আর তারপর দিন থেকে ও একটা পতাকা নিয়ে মিছিল করে বলতো, দিদিকে কেন মারলে সিপিএম জবাব দাও। সেই কারণে আজকে অভিষেক এই জায়গায় পৌঁছেছে। ”

তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তখন তাকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। তৃণমূল নেত্রীর এই বক্তব্যকে তারা অট্টহাসিতে উড়িয়ে দিচ্ছেন। তাদের দাবি, দুই বছরের বাচ্চা ছেলে যদি অত ভালোই রাজনীতি বুঝবে, তাহলে তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় রাজনীতিবিদ হয়ে যেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! নিজেকে রাজনীতিবিদ প্রমাণ করার জন্য তাহলে আজকে তাকে দুই মাস ধরে নবজোয়ার কর্মসূচিতে এত পরিশ্রম করতে হতো না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য সমালোচকদের জবাব দেওয়ার জন্য হলেও, তা মানতে নারাজ বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!