এখন পড়ছেন
হোম > জাতীয় > বেআইনি কাজে নিযুক্ত ‘স্বঘোষিত’ বাবাদের জন্য কঠিনতম শাস্তির বিধান রামদেব বাবার

বেআইনি কাজে নিযুক্ত ‘স্বঘোষিত’ বাবাদের জন্য কঠিনতম শাস্তির বিধান রামদেব বাবার


বিভিন্ন সময়ে প্রকাশ্যে আসা স্বঘোষিত ধর্মগুরুদের বেআইনি কাজকর্মের প্রতিবাদে এদিন প্রকাশে মুখ খুললেন যোগ গুরু বাবা রামদেব। রাজস্থানে এক সভায় উপস্থিত হয়ে যোগ গুরু বাবা রামদেব ব্যক্তিগত ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ করে বললেন, “যারা এই ধরনের কাজকর্ম করেন, তাদের শুধু জেলে না পাঠিয়ে ফাঁসির দড়িতে ঝোলানো উচিত্‍। এই বিষয়ে কোনও সমঝোতা চলবে না।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁর মতে শুধু গেরুয়া বস্ত্র ধারণ করলেই কেউ ধর্ম গুরু হয়ে ওঠে না। প্রত্যেক পেশারই কিছু সীমাবদ্ধতা রয়েছে সেই কথাও জানালেন রামদেব । ‘বাবা’দের ক্ষেত্রেও বিষয়টা একই হওয়া দরকার। গেরুয়া বস্ত্র পরিধান করলেই ধর্মগুরু বাবা হয়ে যাবেন বিষয়টা এমন নয় । তাঁদের চরিত্রই আসলে নির্ধারণ করবে যে কে কোন পথে চলেছেন। উল্লেখ্য সম্প্রতি ফতেপুর বৈরি এলাকার জনপ্রিয় শনিধাম মন্দিরের দাতী মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ২৫ বছর বয়ে এক যুবতী।

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

নির্যাতিতা যুবতীর অভিযোগের ভিত্তিতে ওই ধর্মগুরুর বিরুদ্ধে আইপিসি ৩৫৪, ৩৭৬ এবং ৩৭৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু তাই নয় ঐ দাতী মহারাজের আশ্রম থেকে হঠাৎই উধাও হয়ে যায় আবাসিক ৬০০ জন তরুণী। এই প্রসঙ্গে ধর্মগুরু দাতী মহারাজকে প্রশ্ন করা হলে তিনি জানান তাঁর আশ্রমে ৭০০ জন রয়েছেন। আবাসিক বাকি যুবতীরা কোথায় গিয়েছে সেই বিষয়ে পুলিশ তদন্ত করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!