এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বিজেপির পতাকা নিয়ে মিছিল হেঁটে গ্রেফতার অভিযুক্ত শুরু চাপানউতোর

আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বিজেপির পতাকা নিয়ে মিছিল হেঁটে গ্রেফতার অভিযুক্ত শুরু চাপানউতোর


এ রাজ্যে রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করার মিছিল করার উদ্যোগ দেখা গিয়েছিল রাজ্য বিজেপিতে। এবারে নেতাদের দেখাদেখি কর্মীদের হাতে ও সেই অস্ত্র নিয়ে মিছিল করার ভিডিও ভাইরাল হতেই চরম চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। জানা গেছে, গত বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুরে বিজেপি নেতা মুকুল রায়ের উপস্থিতিতে রঘুনাথপুর বাস স্ট্যান্ড থেকে মহকুমাশাসকের কার্যালয় পর্যন্ত এক মিছিলের আয়োজন করেন জেলা বিজেপি। তৃনমূলের অভিযোগ, সেই মিছিলে দিলীপ কৈবর্ত নামে এক বিজেপি কর্মীকে অস্ত্র হাতে দেখতে পাওয়া যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যদিও বা পুরুলিয়ার বিজেপি সভাপতি কুরমুন গ্রামের বাসিন্দা এই দিলীপ কৈবর্তকে নিজেদের দলীয় সমর্থক বলে মানতে নারাজ। তার দাবী, বিজেপিকে হেনস্থা করবার জন্যই তৃণমূল একজন নিরীহ গ্রামবাসীকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। তবে স্থানীয়দের দাবি দুরমুট গ্রামের এই দিলীপ কৈবর্ত বিজেপিই করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবারই এ নিয়ে রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করেন সেখানকার তৃণমূল নেতৃত্ব। এরপরই ঘটনার তদন্তে নেমে শুক্রবার এই দিলীপ কৈবর্তর বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করা হয়। যদিও বা তার কাছ থেকে এখনও কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা না গেলেও জিজ্ঞাসাবাদ করলেই এই আগ্নেয়াস্ত্র খোঁজ মিলবে বলে দাবি পুলাশের।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিজেপির এই অস্ত্র নিয়ে মিছিল করার প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ” গোটা জেলায় একটা অস্থির পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে বিজেপি।এইভাবে হাতে অস্ত্র তুলে নেওয়া মোটেই ঠিক না।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত ভোটের পরে স্থানীয় দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এই পুরুলিয়াতে যেভাবে শাসক তৃনমূলের বিরুদ্ধে ধর্ণায় বসেছিল বিজেপি, এদিন সেই পুরুলিয়া রঘুনাথপুরেই নিজেদের দলীয় মিছিলে অস্ত্র ব্যাবহার করায় বিজেপির এহেন প্রতিবাদ ফস্কা গেরোর মত আলগা হয়ে গেল। আর এইখানেই বিজেপিকে চাপ বাড়াতে তৈরি রাজ্যের ঘাসফুল শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!