এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শিশুপাচার কাণ্ডে হাইকোর্টে বড় ধাক্কা খেল বিজেপি

শিশুপাচার কাণ্ডে হাইকোর্টে বড় ধাক্কা খেল বিজেপি


প্রায় একবছর আগে উত্তরবঙ্গে শিশুপাচার কাণ্ড ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। শিশুপাচার কাণ্ডে নাম জড়িয়ে যায় বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ত্বের। তদন্তের ভার হাতে নেয় সিআইডি। এরপর জলপাইগুড়িতে ওই ঘটনায় উত্তরবঙ্গে বেশ কয়েকটি হোমে তল্লাশি চলায় সিআইডি, জেরার মাধ্যমে শিশুপাচারকাণ্ডের সঙ্গে যোগ মেলে বিজেপি নেত্রী জুহি চৌধুরীর। তিনি তখন পলাতক, কিন্তু তদন্তকারী অফিসারেরা তাঁকে ভারত-নেপাল সীমান্তে দার্জিলিংয়ের খড়িবাড়ি থেকে গ্রেফতার করেন। আর তারপর থেকেই গত ১০ মাস ধরে জেলবন্দী তিনি। প্রসঙ্গত এই শিশুপাচারকাণ্ডে নাম জড়িয়ে যায় বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়েরও।
আজ কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানি ছিল। সেখানে বিজেপি নেত্রী জুহি চৌধুরীর আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। কিন্তু সিআইডিএর তরফে জানানো হয়, জুহি চৌধুরীর বিরুদ্ধে একাধিক তথ্য রয়েছ তাঁদের হাতে, ফলে এখনই জামিন মঞ্জুর হলে তদন্ত প্রভাবিত হতে পারে। কেননা যে হোম ঘিরে এই ঘটনা সেই হোমটি বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও হোমটির হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তদ্বির করতে গিয়েছিলেন বিজেপি নেত্রী জুহি চৌধুরী। তাছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজে মোটা অংকের টাকার বিনিময়ে এই হোম থেকে শিশুপাচারকাণ্ডে জড়িত ছিলেন। এরপরই বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জুহি চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!