এখন পড়ছেন
হোম > রাজ্য > চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত !

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যের চাকুরী প্রার্থীদের জন্য বিশেষ আনন্দ সংবাদ। সম্প্রতি, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো মামলার পথে হাঁটতে চাইছে না রাজ্য সরকার। এ বিষয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে না যাওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে গত শুক্রবার হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার পরবর্তীতে রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ নেয়া হবে? সে বিষয়ে গতকাল সোমবার স্কুল সার্ভিস কমিশন আলোচনায় বসে। যেখানে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে, এ বিষয়ে পরামর্শ নেয়া হয়। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হলো যে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন করে আপিল করবেনা স্কুল সার্ভিস কমিশন।

স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এর রায়কে মান্যতা দিয়ে আগামী ৪ ঠা জানুয়ারি থেকে শুরু করা হবে ভেরিফিকেশন প্রক্রিয়া। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কমিশনের আধিকারিকদের বৈঠক হয়েছিল। এই বৈঠকের পর জানানো হয়েছে যে, এখন ভেরিফিকেশন পর্ব শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। এরপর প্রয়োজনীয় পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গতকাল সোমবার স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকের পর এমন কথাই জানা যাচ্ছে।

উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ দ্রুত করতেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিল স্কুল সার্ভিস কমিশন। একারণেই ডিভিশন বেঞ্চের না যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কারণ, তা করলে নিয়োগে আরও বিলম্ব ঘটবে। প্রসঙ্গত , আগামী বিধানসভা নির্বাচনের আগেই উচ্চমাধ্যমিকের নিয়োগ সম্পন্ন করে ফেলার সম্ভাবনা আছে। প্রসঙ্গত গত শুক্রবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের এক রায়ের মাধ্যমে উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের বেশি শিক্ষকের শুন্যপদে নিয়োগ প্রক্রিয়া খারিজ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াতে অস্বচ্ছতা, অনিয়মের অভিযোগ ছিল। যাকে মান্যতা দিয়েছে আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ কারণেই এর প্যানেল, মেরিট লিস্ট সবকিছু বাতিল করে দেয়া হয়েছে। এরপর সমস্ত প্রক্রিয়া নতুন ভাবে করে শিক্ষক নিয়োগের দ্রুত নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে যে, আগামী ৪ ঠা জানুয়ারির মধ্যে কাউন্সেলিং, ডকুমেন্ট জমা নেওয়ার কাজ আরম্ভ করে দিতে হবে। আগামী এপ্রিলের মধ্যেই সমস্ত কাজ শেষ করে দিতে হবে। এরপর, আগামী ৩১ সে জুলাইয়ের মধ্যে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করতে হবে। আগামী ৮ সপ্তাহের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতে হবে কমিশনকে ও নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনকে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১০ ই মে ২০২১ এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। করোনা সংক্রমণের কারণে, ভার্চুয়াল পদ্ধতির উপর জোর দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে কমিশনকে। প্রসঙ্গত দীর্ঘ সময় ধরে নিয়োগ আটকে আছে উচ্চ প্রাথমিকের। গত ২০১৬ সালে এর বিজ্ঞাপন বেরিয়ে ছিল। সেখানে আবেদন জানিয়েছিলেন এক লক্ষ আশি হাজারেও বেশি পরীক্ষার্থী। এরপর ৪ বছর কেটে গেল, কিন্তু নিয়োগ হয় নি। এবার এই পরিস্থিতিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সিদ্ধান্ত নিলো রাজ্য শিক্ষা দপ্তর।

টেটের নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ জানিয়ে অসংখ্য মামলা দায়ের করা হয়েছিল। ২০১৬ সালের টেট সংক্রান্ত প্রায় ২০০০ মামলা আদালতে দায়ের করা হয়েছিল। হাইকোর্টের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, এর নিয়োগের পদ্ধতি স্বচ্ছ ছিল না। ২০১৬ সালে কমিশনের প্রকাশিত মেরিট লিস্ট এ স্বচ্ছতা নেই। প্যানেলে রয়েছে একাধিক দুর্নীতি। প্রশিক্ষিত না হলেও অনেকের নাম আছে। এমন অনেককে স্থান দেয়া হয়েছিল। এদের নাম বাদ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আদালতের পক্ষ জানানো হয়েছে যে, শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যেন স্থান দেয়া হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!