এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অস্বচ্ছতার অভিযোগ এনে রাজ্যের বিরুদ্ধে আবারো বোমা ফাটালেন রাজ্যপাল

অস্বচ্ছতার অভিযোগ এনে রাজ্যের বিরুদ্ধে আবারো বোমা ফাটালেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাংবিধানিক দায়িত্ব নেবার পর থেকেই একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের শিক্ষাব্যবস্থা, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা, পুলিশি ব্যবস্থা নিয়ে বারবার সরব হয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসা নিয়েও একাধিকবার মুখ খুলেছেন তিনি। আজ রাজ্যের বিরুদ্ধে ফের অভিযোগ করেছেন রাজ্যপাল। রাজ্যের ফিনান্স কমিশন নিয়ে অস্বচ্ছতার বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

আজ একটি টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকর লিখেছেন যে, ২৪৩ এর ১ ও ২৪৩ এর ওয়াই ধারা অনুযায়ী রাজ্য ফিন্যান্স কমিশনের রিপোর্ট বিধানসভার আগে রাজ্যপালের কাছে পেশ করা হয়ে থাকে। কিন্তু গত ২০১৪ সাল থেকে শুরু করে আর তা করা হয়নি। এই ঘটনাকে সাংবিধানিক ব্যবস্থার অবনতি বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে এই টুইটে ট্যাগ করেছেন রাজ্যপাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ফিনান্স কমিশন পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে থাকে। গত ২০১৩ সালে শেষবারের মতো রাজ্য ফিনান্স কমিশন গঠন করা হয়েছিল। এরপর ২০১৬ সালে কমিশনের রিপোর্ট জমা দেয়া হয়। এরপর থেকে নতুন করে আর কোন রাজ্য ফিনান্স কমিশন তৈরি করা হয়নি। এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এর সঙ্গে ফিন্যান্স কমিশনের নিয়োগ, তার কাজের পদ্ধতি সহ সমস্ত কিছু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

রাজ্যপাল অভিযোগ করেছেন, চতুর্থ ফিনান্স কমিশন কোন নিয়ম মেনে করা হয়নি। তাই এই কমিশনের চেয়ারম্যান ও কমিশনের অন্যান্য সদস্যরা যে বেতন পান, রাজ্যের কাছে তা ফিরিয়ে দেওয়া উচিত বলেই জানিয়েছেন, রাজ্যপাল। বেতন ছাড়াও তারা যে সুযোগ-সুবিধা ভোগ করেন, তা দ্রুত বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছেন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন, সাধারণ মানুষের করের টাকা এভাবে নষ্ট হতে দেওয়া যায় না।

প্রসঙ্গত, রাজ্যের একাধিক বিষয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। আর রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা বক্তব্য রাখতে দেখা গেছে রাজ্য সরকারকে। আর এবার রাজ্য ফিনান্স কমিশন নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন। এবার রাজ্যের পক্ষ থেকে রাজ্যপালকে কি জবাব দেয়া হয়? সেদিকে দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!