এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বড় বড় নেতারাই নয়, মান করছেন মেজো, সেজো রাও, রাগ ভাঙ্গাতে আসরে পিকের টিম

বড় বড় নেতারাই নয়, মান করছেন মেজো, সেজো রাও, রাগ ভাঙ্গাতে আসরে পিকের টিম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে তৃনমূলের অন্দরে ক্রমশ বিদ্রোহ বাড়তে শুরু করেছে। তৃণমূলের একের পর এক শীর্ষ নেতা প্রকাশ্যেই প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করেছেন। যার ফলে অস্বস্তিতে পড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মিহির গোস্বামী থেকে শুরু করে শীলভদ্র দত্ত কর্পোরেট সংস্থাকে দিয়ে দল পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ নাম না করে প্রশান্ত কিশোরের টিমের দিকেই যে তারা অভিযোগ করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

এমনকি শুভেন্দু অধিকারী দলে গুরুত্ব না পাওয়ার পর তিনিও সেই প্রশান্ত কিশোরের জন্য দলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করছেন বলে দাবি করছেন একাংশ। তবে শুধুমাত্র তৃণমূলের শীর্ষ নেতারা নন, তৃণমূলের নেতাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রশান্ত কিশোরের টিম। সম্প্রতি বঙ্গধ্বনী কর্মসূচির প্রচার শুরু হয়েছে। কিন্তু সেই প্রচার কমিটিতে ঠাঁই পাননি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর আনন্দময় অধিকারী। যার ফলে তার ক্ষোভ বাড়তে শুরু করেছিল। আর এবার সেই নেতার সঙ্গে বৈঠক করলেন প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা।

সূত্রের খবর, এদিন তমলুকের নিমতৌড়িতে এই আনন্দময় অধিকারীর সঙ্গে আলোচনা করতে এসেছিলেন প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা। যেখানে আনন্দময়বাবুর কাছ থেকে তারা ক্ষোভের কারণগুলো জানতে চান। একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী যদি দল বদল করে, তাহলে তার পথ ধরে অনেকেই তৃণমূল ত্যাগ করার মত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। যা শাসকদলের কাছে আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর চেষ্টা হলেও, তার লাভ হয়নি। তবে যেভাবে সেই জেলায় একের পর এক জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন, তাতে তাদের সেই ক্ষোভকে মিটিয়ে যাতে দলের সক্রিয় করা যায়, এবার তার জন্য চেষ্টা শুরু করে দিল প্রশান্ত কিশোরের টিম। কেননা সেই প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে তৃণমূলের নানা জনপ্রতিনিধি বর্তমানে সরব হতে শুরু করেছেন। তাই বিধানসভা নির্বাচনের আগে এই রকম ঘটনা যাতে সেই সমস্ত জনপ্রতিনিধিদের দলত্যাগেদের দিকে এগিয়ে নিয়ে না যায়, তার জন্যই এবার আসলে নামলেন প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা বলে দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই আনন্দময় অধিকারী তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, পূর্ব এবং পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় দলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। কিন্তু জেলার আরেক কো অর্ডিনেটর অখিল গিরি এই এলাকাগুলিতে দলীয় নেতৃত্বের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলে অভিযোগ আনন্দময়বাবুর। পাশাপাশি কিছুদিন আগেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কোলাঘাটে দলের বেশ কিছু বিধায়ক এবং নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেও, সেখানে ডাক না পাওয়া নিয়ে অভিমান তৈরি হয়েছে এই আনন্দময় অধিকারীর। যার ফলে তাকে নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল।

আর সাম্প্রতিক কালে তিনি বঙ্গধ্বনীর প্রচার কমিটিতে জায়গা না পাওয়ায় তার ক্ষোভ আরও বাড়তে শুরু করেছিল। আর এবার সেই ক্ষোভ মেটাতে পদক্ষেপ গ্রহণ করল প্রশান্ত কিশোরের টিম। কিন্তু আদৌ কি সমস্যার সমাধান হল? কি আলোচনা হল? এদিন এই প্রসঙ্গে আনন্দময় অধিকারী বলেন, “প্রশান্ত কিশোরের টিমের প্রতিনিধিরা আলোচনার জন্য এসেছিলেন। আমার সঙ্গে কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তবে দলের অভ্যন্তরীণ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যদি দলের অন্দরে প্রশান্ত কিশোরের টিমের সম্পর্কে বিদ্রোহ তৈরি হতে শুরু করে, তাহলে সেই টিমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। যার ফলে চাপে পড়বে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে সেই ক্ষোভকে দমানোর জন্য সেই প্রশান্ত কিশোরের টিম পদক্ষেপ গ্রহণ করলেন। কিন্তু গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!