এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘ঠকে’ গিয়েও খোশমেজাজে মন্ত্রী বাবুল সুপ্রিয়

‘ঠকে’ গিয়েও খোশমেজাজে মন্ত্রী বাবুল সুপ্রিয়

ডিসেম্বরেই এপ্রিল ফুল হলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। বর্তমান সময়ে মানুষের নিত্য জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা সোশ্যাল মিডিয়ায় রোজই নানান সামাজিক, রাজনৈতিক, হাসির মেসেজে পাঠানো হয় এবং আমারও অনেক সময় নানান মেসেজের সত্যতা না যাচাই করেই সেগুলোকে বন্ধুদের কাছে বা সোশ্যাল মিডিয়াতে আবার শেয়ার করি। আর এমনই এক শেয়ার করতে গিয়ে যে বোকা হয়ে যাবেন বাবুলবাবু তা বোধহয় নিজেও ভাবতে পারেননি।
প্রসঙ্গত হোয়াটস অ্যাপে একটি মেসেজে পান মন্ত্রী বাবুল সুপ্রিয়, যাতে দেখা যাচ্ছে ২০১৮ সালের রবিবারগুলি একটু আলাদাভাবে সজ্জিত আর তা তিনি সঙ্গে সঙ্গে টুইট করেন। মেসেজ শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই এক টুইটার ব্যবহারকারি বাবুল সুপ্রিয়কে জানান যে তাঁর মেসেজে কিছু ভুল আছে কারণ ২০১৮ সালের ১ জানুয়ারী সোমবার, রবিবার নয়। এর পরেই টুইটার এ শুরু হয় তাঁর ভুল ধরিয়ে দেবার পর্ব। কেউ কেউ ২০১৮ সালের ক্যালেন্ডার পোস্ট করেও বাবুলের ভুলকে দেখিয়ে দেন। কেউ কেউ আবার বাবুলকে সত্যতা যাচাই জন্য করে মেসেজে ফরওয়ার্ড করবার উপদেশও দেন। তবে ঘটনাটি নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না বাবুল সুপ্রিয়, উল্টে পুরো ব্যাপারটাকেই বেশ খেলোয়াড়োচিত মানসিকতায় গ্রহণ করেছেন তিনি। নিজেই টুইট করে বলেছেন, ‘আমি ডিসেম্বরেই এপ্রিল ফুল হলাম’। তিনি এটাও বলেন যে এর পরেও তিনি তার টুইটকে ডিলিট করবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!