বিজেপি ও কংগ্রেসের রোড-শো বন্ধ করলো পুলিশ জাতীয় December 11, 2017 ভোট নিয়ে যেমন মাতামাতিতে ব্যস্ত সব রাজনৈতিক দল তেমনই তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও যথেষ্ট সতর্ক।গুজরাট ভোটে যাতে সব ধরণের নিয়মশৃঙ্খলা বজায় থাকে তাই গুজরাট পুলিশ অত্যন্ত কঠোর ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধির রোড-শোর আবেদনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিল। নিরাপত্তা, নিয়ম কানুন এবং নাগরিকদের সুবিধা অসুবিধার কথা ভেবেই এই রোড শো প্রত্যাহার করার কথা জানায় আহমেদাবাদ পুলিশ কমিশনার অনুপ কুমার সিং। গত সপ্তাহের শনিবার প্রথম দফার ভোট গ্রহণের পর আগামী ১৪ ডিসেম্বর আহমেদাবাদ সহ সমগ্র গুজরাটে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শুরু হবে। আর সেই কথা মাথায় রেখে এই আরোধ জারি হয়েছে পুলিশের তরফ থেকে। আমেদাবাদের পুলিশ কমিশনার অনুপ কুমার সিং বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধির রোড-শো করার জন্য বিজেপিও কংগ্রেসের আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং জনগণের অসুবিধার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” আপনার মতামত জানান -