এবার সুপ্রিম কোর্টে ভর্ত্সিত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য December 11, 2017 বিমল গুরুং এর মামলা নিয়ে সুপ্রিমকোর্টে শুনানি চলছিল। আইনজীবী পিএস পাটোয়ালিয়া ছিলেন গুরুং-এর আইনজীবী এদিন গুরুঙ্গের হয়ে সওয়াল করার সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার বাধা দিতে থাকেন বলে অভিযোগ।আর সেই অভিযোগেই তাঁকে ভর্ত্সনা করেন বিচারপতি একে সিকরি। বিচারপতি সিকরি বলেন, এই ভাবে আদালতে শুনানি চলতে পারে না। শুনানি চলাকালীন আপনি বাধা দিতে পারেন না। এই নিয়ে আগেও তাঁকে সতর্ক করা হয়েছে বলে, জানিয়ে দেন বিচারপতি। আপনার মতামত জানান -