এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষিঋণ মুকুবে খুশি নয় সভা, হুমকিতে নতুন করে চিন্তা বাড়ছে কংগ্রেসের

কৃষিঋণ মুকুবে খুশি নয় সভা, হুমকিতে নতুন করে চিন্তা বাড়ছে কংগ্রেসের


দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সেখানে গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ক্ষমতায় এলে সেইসব রাজ্যের কৃষকদের সমস্ত কৃষি ঋণ মুকুব করা হবে। আর সেইমত কথা দিয়ে কথা রেখেছে কংগ্রেস।

গত সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর সেখানকার রাজ্যের কৃষকদের কৃষি ঋণ মুকুবের কথা ঘোষনা করে দিয়েছেন। আর এরপরই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও সেই কৃষকদের দুরাবস্থা নিয়ে তোপ দেগে চলেছে কংগ্রেস। দুই রাজ্যে ক্ষমতায় আসার কয়েক ঘন্টার মধ্যেই তারা পারলেও কেন কেন্দ্র সরকার কৃষকদের এই ঋণ মুকুব করছে না তা নিয়েও দাবি জানাচ্ছেন রাহুল গান্ধীরা।

তবে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এই ব্যাপারে ঘোলা জলে মাছ ধরতে নামলেও এবার সেই কংগ্রেসকে কটাক্ষ করে পাল্টা নিজেদের কৃষক দরদী হিসেবে তুলে ধরার চেষ্টা করল সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কিষান সভা। সূত্রের খবর, গতকাল সারা ভারত কিষান সভার উদ্যোগে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে উপস্থিত ছিলেন হান্নান মোল্লা, অশোক ধাওয়াল, রাজস্থান বিধানসভা নির্বাচনে জয়ী সিপিএমের দুই বিধায়ক বলবান পুনিয়া ও গিরিধারীলাল মাহিয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এইখানেই সিপিএমের কিষান সভার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তিন রাজ্যে গঠিত কংগ্রেস সরকার 31 শে মার্চ 2018 পর্যন্ত 2 লক্ষ টাকার কৃষি ঋণ মুকুবের নির্দেশ দিলেও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তা মুকুব করতে হবে। এদিন এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে সিপিএমের সারা ভারত কৃষক সভা সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, “দেশের কৃষকরা বিজেপি সরকারকে পরাস্ত করেছে। কিন্তু নতুন সরকার গঠনের পরও কৃষি ঋণ মুকুবের প্রতিশ্রুতি পূরণ করা হলে আমরা কোনো শর্ত ছাড়াই কৃষকদের সম্পূর্ণ ঋণ মুকুবের দাবি জানাচ্ছি।”

এমনকি তাঁদের এই দাবি পূরণ না হলে যে লাগাতার আন্দোলন চলবে এদিন সেই ব্যাপারেও হুঁশিয়ারি দিয়েছেন বামপন্থী কৃষকসভার নেতারা। এমনকী কৃষকদের স্বার্থ রক্ষার জন্য এবং স্বামীনাথন কমিটির সুপারিশকে কার্যকর করতে আগামী জানুয়ারী মাস জুড়ে এই গোটা দেশে আন্দোলনে নামার কথাও জানিয়েছে সারা ভারত কৃষক সভা। এদিকে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধেও কৃষকদের দাবি নিয়ে আন্দোলনে ঝাপাবে তাঁরা।

অন্যদিকে এদিন রাজস্থানের ভদ্রা বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক বলবান পুনিয়া বলেন, “রাজস্থানের কৃষকরা চরম দুর্দশার মধ্যে রয়েছেন। সেখানকার মানুষ বসুন্ধরা সরকারকে পরাজিত করেছে কিন্তু কৃষকদের সম্পূর্ণ ঋণ মুকুব করতে হবে নতুন সরকারকে। তা না হলে আমরা ফের আন্দোলনে নামতে বাধ্য হব।”

রাজনৈতিক মহলের মতে, সামনেই লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটকে পাখির চোখ করে একদিকে বিজেপি আর অন্যদিকে তিন রাজ্যে গঠিত কংগ্রেস সরকারের ওপর কৃষকদের কৃষি ঋণ পুরোটাই মুকুব করার জন্য পথে নামছে সিপিএমের কৃষক সভা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!