এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নন্দীগ্রাম থেকে সরাসরি মুখ্যমন্ত্রী পৌঁছালেন উত্তরবঙ্গ, বিজেপি বিরোধীতা থেকে উন্নয়ন- মমতা দিলেন বার্তা

নন্দীগ্রাম থেকে সরাসরি মুখ্যমন্ত্রী পৌঁছালেন উত্তরবঙ্গ, বিজেপি বিরোধীতা থেকে উন্নয়ন- মমতা দিলেন বার্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল নন্দীগ্রামে ভোটের শেষে আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ি দিলেন উত্তরবঙ্গে। এবার নজর উত্তরবঙ্গের ভোটের দিকে। আর তাই নন্দীগ্রাম পর্ব মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম উত্তরবঙ্গ থেকে সভা করছেন, ঠিক সেভাবেই গেরুয়া সেনাপতি অমিত শাহও সভা করছেন আজ। দুই হেভিওয়েট নেতা নেত্রী উপস্থিতিতে উত্তরবঙ্গ জমজমাট। 

শীতলকুচিতে চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা, যেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী একচেটিয়াভাবে তৃণমূল নেত্রীকে আক্রমণ করে চলেছেন, তখন দিনহাটা থেকে একই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন যেরকম ঠিক সেভাবেই উন্নয়নের বার্তাও দিলেন। পাশাপাশি রাজবংশী এবং মতুয়াদের উন্নয়নের জন্য গত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন, তার খতিয়ান তুলে ধরেন। একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়েও কটাক্ষ করতে তিনি ছাড়েননি। 

অন্যদিকে নন্দীগ্রাম থেকে জয়ের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত 60 টি কেন্দ্রে ভোট হয়েছে, যার মধ্যে 50 টি কেন্দ্রে তৃণমূল জিতছে। এদিন সভার শুরুতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে প্রধানমন্ত্রীর মতুয়াতীর্থ সফর নিয়ে ব্যাপক কটাক্ষ করলেন। একই সাথে অভিযোগ করলেন, বাংলার ভোটের আবহে বিজেপি জাতপাতের রাজনীতি শুরু করেছে। একইসাথে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন, প্রধানমন্ত্রী হওয়ার পর একবারও মোদীকে মতুয়াদের পাশে দেখা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মতুয়াদের মুখ্যমন্ত্রী কিভাবে সাহায্য করেছেন তার খতিয়ান তুলে ধরেন দিনহাটার সভা থেকে। মতুয়াদের পাশাপাশি রাজবংশীদের জন্য নারায়নী ব্যাটেলিয়ানের পাশাপাশি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। তৃণমূল আমলেই একসাথে পাঁচশো রাজবংশী শিল্পীকে বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে। পঞ্চানন বর্মার বাড়ি সংগ্রহশালা হিসাবে তৈরি হয়েছে রাজবংশীদের ছেলে মেয়েরা নিজেদের ভাষায় যাতে পড়াশোনা করতে পারে, তার জন্য 200 টি স্কুলে সেই ভাষার প্রচলন করা হয়েছে। একই সাথে মুখ্যমন্ত্রী এদিন বার্তা দেন তৃণমূল আবার ক্ষমতায় যদি ফিরে আসে, তাহলে নতুন আইটিআই তৈরি হবে।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, ক্ষমতায় আসলে তপশিলি আদিবাসীদের 60 বছর বয়স পেরোলে যেরকম পেনশনের ব্যবস্থা করা হবে, সেরকমই বিনা পয়সায় বাড়িতে রেশন পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটি মেয়েকে প্রত্যেক মাসে 500 টাকা করে হাতখরচ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সব মিলিয়ে আগামী ছয় দফা নির্বাচনে রাজ্যের দুই যুযুধান শিবির তৃণমূল এবং বিজেপির লড়াই যে আরো জমে উঠতে চলেছে, সে কথা পরিষ্কার। পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের মন পেতে তৃণমূল নেত্রী সমর্থ হন কিনা সেটাই এখন দেখার। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই উত্তরবঙ্গ তৃণমূল নেত্রীকে হতাশ করেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!