এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিট নিয়ে বড় বড় ভাষণ, মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে কি বলবেন মমতা?

নিট নিয়ে বড় বড় ভাষণ, মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে কি বলবেন মমতা?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজকে নিট কেলেঙ্কারি নিয়ে গোটা বিষয়ে দেশজুড়ে সোচ্চার হতে শুরু করেছে বিরোধীরা। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারাও। কিন্তু যারা বাংলায় থেকে কেন্দ্রের বিরুদ্ধে এই বিষয় নিয়ে সোচ্চার হচ্ছেন, তারা সামান্য একটা মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করতে পারেন না। এই রাজ্যে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তাই সেই বিষয়টি তুলে ধরেই নিট কেলেঙ্কারি নিয়ে তৃণমূলের নেতাদের যে প্রতিবাদ, তাকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বাংলায় মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়। এতবার প্রশ্ন পত্র লিক হয়েছে যে, মানুষ এখন মাধ্যমিককে মাধ্যলিক বলতে শুরু করেছেন।” একাংশ বলছেন, সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরেও কি লজ্জা হয় না এই রাজ্যের মুখ্যমন্ত্রীর? তিনি তার দলকে দিয়ে বড় বড় কথা বলাচ্ছেন নিট কেলেঙ্কারির বিরুদ্ধে। কিন্তু সামান্য একটা মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করতে যারা হাঁপিয়ে ওঠেন, তাদের অন্তত এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!