এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ন্যাকামোর দিন শেষ! চোপড়া নিয়ে জবাব দিন মমতা! মুখে কুলুপ কেন সততার প্রতীকের?

ন্যাকামোর দিন শেষ! চোপড়া নিয়ে জবাব দিন মমতা! মুখে কুলুপ কেন সততার প্রতীকের?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধী নেত্রী থাকার সময় তো পান থেকে চুন খশলেই বামেদের বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে বসে পড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তার এই ভূমিকা দেখতে পাওয়া যায় না কেন? রাজ্যে তার সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ আছে। সেসব কথা ছেড়ে দিন। কিন্তু চোপড়াতে যে ঘটনা ঘটে গেল, তা তো মারাত্মক। তারপরেও কেন মুখে কুলুপ এটে বসে আছেন সততার প্রতীক বলে পরিচিত এই রাজ্যের স্বনামধন্যা মুখ্যমন্ত্রী? সালিশি সভায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য দুই তরুণ-তরুণীকে ডেকে ইচ্ছেমত মারধর করা যায়, তাদেরকে আর্থিক জড়িনামা করা যায়, এটাই কি পশ্চিমবঙ্গের আইন? তাহলে পুলিশ আছে কি জন্য? কি জন্য আছেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী? এদিন সেই বিষয় নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি সাংসদ কঙ্কনা রানাওয়াত।

প্রসঙ্গত, চোপড়ার ঘটনা নিয়ে বর্তমানে গোটা দেশ উত্তাল হয়ে রয়েছে। আর সেই ঘটনা নিয়েই এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বড় প্রশ্ন ছুড়ে দেন বিজেপি সাংসদ কঙ্কনা রানাওয়াত। তিনি বলেন, “চাইলেই কি ইচ্ছে মত আইন তৈরি করা যায়?” সত্যিই তো তাই। যা ইচ্ছে তাই করবে তৃণমূলের নেতা-মন্ত্রীরা, সেটা মেনে নিতে হবে, এই দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে। চোপড়ার এই ঘটনার পর মাননীয়া চুপ করে থাকবেন, এটা কিন্তু কেউ মেনে নেবে না। গোটা দেশে এই ঘটনা নিয়ে ঝড় উঠছে। তাই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে অবিলম্বে এই ঘটনায় মুখে কুলুপ না এঁটে জবাব দিন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সংসদের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!