এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খুব শীঘ্রই কলকাতায় মোদী? নেতাজি ইন্ডোরে তাঁকে সামনে রেখেই বড় অনুষ্ঠান?

খুব শীঘ্রই কলকাতায় মোদী? নেতাজি ইন্ডোরে তাঁকে সামনে রেখেই বড় অনুষ্ঠান?

ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার আর কোনো রাজনৈতিক কর্মসূচিতে নয়। দেড়শ বছরে পা রাখার কলকাতা বন্দরের জন্মদিনের জমকালো অনুষ্ঠানে আসার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, আগামী 17 ই অক্টোবর কলকাতা বন্দরের 150 তম জন্মদিন।আর তার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনবার জন্য চেষ্টা চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনরূপ সবুজ সংকেত দেওয়া হয়নি। যার কারণে অনুষ্ঠানের দিনক্ষণ চূড়ান্ত করতে পারা যাচ্ছে না। তবে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী খুব শীঘ্রই কলকাতায় আসতে পারেন। ফলে সেই সময় যদি বন্দরের এই জন্মদিনের অনুষ্ঠান করে নেওয়া যায়, তাহলে প্রধানমন্ত্রী সময় দিতে পারবেন বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। আর তাইতো দিল্লি থেকে প্রধানমন্ত্রীর আসার ব্যাপারে বার্তা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথাগতভাবে দেশে প্রথম কলকাতাতেই এই বন্দর চালু হয়েছিল। 1870 সালের 17 অক্টোবর আইন তৈরি করে এই বন্দর তার যাতায়াত শুরু করলেও অনেক আগে থেকেই এখানে জাহাজ যাতায়াত করত। কিন্তু তখন কোনো কর্তৃপক্ষ না থাকায় নানা অসুবিধার সৃষ্টি হয়। তবে 17 অক্টোবর যেহেতু পাকাপাকিভাবে তা শুরু হয়েছিল, তাই সেই দিনকেই কলকাতা বন্দরের জন্মদিন হিসেবে ধরা হয়। আর এবার গুটিগুটি পায়ে পথ চলতে চলতে তা দেড়শ বছর পূরণ করতে চলেছে।

জানা গেছে, ইতিমধ্যে বন্দরের এই দেড়শ বছর উপলক্ষে হাওড়া ব্রিজকে নানা রঙের এলইডি আলোয় সাজানো, সেই আলোর সঙ্গে শব্দ যুক্ত করা সহ সৌন্দর্যায়নের জন্য আরও নানা পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি গঙ্গায় হেরিটেজ ভ্রমণের আকর্ষণ বাড়াতে পুরনো স্টিমারকে সংরক্ষণ করে নতুন করে তা চালু করার পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে কলকাতা বন্দরের দেড়শ তম জন্মদিনের অনুষ্ঠানে জমকালো আয়োজন করা হলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!