এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নব্যদের হাতে তৃণমূলীদের সঙ্গে আক্রান্ত দলের আদিরাও, পরিস্থিতি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ বিজেপির

নব্যদের হাতে তৃণমূলীদের সঙ্গে আক্রান্ত দলের আদিরাও, পরিস্থিতি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ বিজেপির

কথায় আছে, শাসক পাল্টালেও শাসকের আচরনের কোনো পরিবর্তন হয় না। অবশ্য হবেই বা কি করে! যে দল যখন আসে, তখন কিছু মানুষ সেই দলের দিকেই ধেয়ে যায়। হ্যাঁ, বর্তমানে এরকমটাই অবস্থা বঙ্গ রাজনীতির। লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি এবং বিজেপির উত্থানের পরই দিকে দিকে তৃনমূলের কর্মী-সমর্থকরা বিজেপিতে নাম লেখাতে শুরু করেছেন। যা নিয়ে বিজেপির আদি বনাম নম্বের দ্বন্দ্বে মাঝেমধ্যেই বিপাকে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে।

কেননা দুর্দিনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে আসা বিজেপি কর্মীরা এখন সেই তৃণমূলেরই এক সময়ের দাপুটে নেতা কর্মীদের ভিড়ে কার্যত পিছনের সারিতে পড়ে গেছেন। সম্প্রতি এই ব্যাপারে বিজেপির নব্য বনাম আদি নেতা এবং কর্মী-সমর্থকদের দ্বন্দ্বে উত্তপ্ত হতে দেখা গেছে কোচবিহারের সিতাই এলাকাকে।

অভিযোগ, বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আর এই পরিস্থিতিতে দলের সুদিনে যাতে কোনরূপ গোষ্ঠীদ্বন্দ্ব না আসে, তার জন্য এবার আজ একটি প্রতিনিধিদল সিতাইয়ে গিয়ে বিস্তারিত খোঁজ নেবে বলে জানিয়েছে কোচবিহার জেলা বিজেপির কোর কমিটি।

একাংশ বলছেন, এক সময়ে তৃণমূলের আমলে যে কর্মীরা এলাকায় দাপট চালিয়েছিল তারাই লোকসভা নির্বাচনে বিজেপি এই কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়লাভের পর বিজেপিতে নাম লিখিয়ে এলাকায় সন্ত্রাসের সৃষ্টি করছে। যার জেরে গেরুয়া শিবিরের পুরনো কর্মীরা সেই নতুনদের ভয়ে মুখ খুলতে পারছেন না বলে জানা গেছে। তবে শুধু বিজেপি নয়, সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াও বাড়িছাড়া রয়েছেন বলে খবর। আর তাই পরিস্থিতিকে আঁচ করতে আজ সেই সিতাইয়ে যেতে চলেছে বিজেপির প্রতিনিধি দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভা রায় বলেন, “আমরা সিতাইয়ের ব্যাপারে উদ্বিগ্ন। যারা বিজেপির নাম করে এসব করছে তারা কি আদৌ আমাদের লোক! আমাদের ঠিক কত কর্মী রয়েছে, আমরা তা জানি। যারা মুখ বেঁধে দাপিয়ে বেড়াচ্ছে তারা আমাদের নামে বদনাম করতেই তৃণমূলের হয়ে এসব কাজ করছে।” তবে গন্ডগোলের ঘটনায় তাদের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হলেও তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল।

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন বলেন, “সিতাইয়ে যারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে, তারা কোনদিনই আমাদের দলের ছিল না। সমাজ বিরোধী এবং দুষ্কৃতীরা বিজেপির ছত্রছায়ায় থেকে এইসব কাজ করছে।” তবে সিতাইয়ের গন্ডগোলের জন্য কে দায়ী তা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেও সমাজবিরোধীরা যে কোনো দলেরই হয় না, তাদেরকে যে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নিজেদের ক্ষমতা দখলের জন্যই ব্যবহার করে সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত অভিজ্ঞমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!