এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড়সড় দুঃসংবাদ! এবার ভারতে বন্ধ হয়ে যাচ্ছে অক্সফোর্ডের করোনা ভ্যাক্সিনের ট্রায়াল! জেনে নিন

বড়সড় দুঃসংবাদ! এবার ভারতে বন্ধ হয়ে যাচ্ছে অক্সফোর্ডের করোনা ভ্যাক্সিনের ট্রায়াল! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করা হতে পারে বলে মনে করা হয়েছিল। সেই মত করে নানা দেশ এই গোটা পদ্ধতির দিকে তাকিয়ে ছিল। প্রত্যেকেই আশায় ছিল, হয়ত এবার করোনা মহামারীকে আটকানোর জন্য সঠিক প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হবে। তবে এবার ব্রিটেনের পর ভারতেও অক্সফোর্ডের করোনার টিকার ট্রায়াল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। যার ফলে গোটা দেশে হতাশা তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকারের সঙ্গে চুক্তি করে ভারতে এই ডিএনএ ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছিল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। প্রথম পর্যায়ের ট্রায়ালের শুরুর পর এই সংস্থা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করে। আর তারপরই এই টিকা তৈরির কাজ শুরু করা হয়। যেখানে এই টিকার নাম দেওয়া হয়েছিল কোভিশিল্ড। পরবর্তীতে ভারতবর্ষের মাটিতে এই ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়ালের শুরু করা হয়। তবে সবকিছু ঠিকঠাক চললেও সম্প্রতি বিপত্তি আসতে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায় কিছুদিন আগেই ব্রিটেনেই ট্রায়ালে অংশ নেওয়ায় স্বেচ্ছাসেবকের শরীরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। আর এরপরই সেই টিকার ট্রায়াল স্থগিত করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই ব্রিটেনে এই ট্রায়াল’ বন্ধ করে দেওয়ার পর ভারতে তার চলা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, ভারতবর্ষে এই টিকার ট্রায়াল’ বন্ধ করা নিয়ে কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে একটি শোকজ নোটিশ পাঠানো হয়। আর তারপরই এদিন ভারতবর্ষে এই টিকা ট্রায়াল’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

স্বভাবতই করোনার টিকা এবং ভ্যাকসিন বের হওয়া নিয়ে নানা মহলে আশার আলো দেখা দিলেও, এবার যেভাবে ব্রিটেনের এই ঘটনার পর ভারতবর্ষে তা বন্ধ হয়ে গেল, তাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার কার্যত বিশবাঁও জলে চলে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে গোটা পরিস্থিতিতে জটিলতাকে কাটিয়ে উঠে তেমনভাবে এই ব্যাপারে কোনো সুসংবাদ মেলে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!