এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চায়েত নির্বাচনে কি কেন্দ্রীয় বাহিনী! কমিশনকে বড় পরামর্শ সুকান্তর!

পঞ্চায়েত নির্বাচনে কি কেন্দ্রীয় বাহিনী! কমিশনকে বড় পরামর্শ সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হতেই রাজ্যজুড়ে সন্ত্রাসের ছবি সামনে আসতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, রাজ্য পুলিশ দিয়ে কোনোমতেই এই নির্বাচন সম্ভব নয়। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। যদিও বা কমিশনের পক্ষ থেকে তেমন কোনো কথা বলা হয়নি। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বড় পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার বক্তব্য, কমিশনকেই সচেষ্ট হয়ে কেন্দ্রীয় বাহিনী আনা উচিত।

প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে গোটা বিষয়টি আদালতে বিচারাধীন। আর এই পরিস্থিতিতে কমিশন যে রাজ্য পুলিশ দিয়েই ভোট করাতে চাইছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে এবার সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন তিনি বলেন, “দেখুন, গোটা রাজ্য জুড়ে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিষয়টা আদালতে বিচারাধীন। কিন্তু তবুও আমরা বলছি যে, নির্বাচন কমিশনের সচেষ্ট হয়ে পঞ্চায়েত ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা উচিত।”তবে বিজেপির রাজ্য সভাপতি এই দাবি করলেও তাকে গুরুত্ব দিতে নারাজ শাসকদলের ঘনিষ্ট মহল। তাদের দাবি, ত্রিপুরাতে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপি, তখন তো কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলা হয় না! বাংলায় তো এটা স্থানীয় নির্বাচন, তাহলে এটা যখন রাজ্য নির্বাচন কমিশন করাচ্ছেন, তখন তাদের ওপরেই গোটা বিষয়টা ছেড়ে দেওয়া উচিত। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে শাসক-বিরোধী তরজার মাঝে আগামী দিনে আদালত এই বিষয়ে কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!