এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “অযোগ্যদের পরামর্শ নিয়েই চলছে বিজেপি” হাটে হাঁড়ি ভাঙলেন অর্জুন সিংহ!

“অযোগ্যদের পরামর্শ নিয়েই চলছে বিজেপি” হাটে হাঁড়ি ভাঙলেন অর্জুন সিংহ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির মধ্যে অনেকেই বারবার বলার চেষ্টা করেছেন, দলে যোগ্য নেতৃত্বের জায়গা দেওয়া হচ্ছে না। এমনকি নেতৃত্বের অভাবের কারণেই একের পর এক নির্বাচনে পরাজয় হচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার পরেই বিজেপি নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন অর্জুন সিংহ। রীতিমতো সাংবাদিক বৈঠক করে হাটে হাঁড়ি ভাঙলেন তিনি।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। আর সেখানেই বিজেপির বর্তমান নেতৃত্বকে অযোগ্য বলে দাবি করেন তিনি। এদিন এই প্রসঙ্গে অর্জুন সিংহ বলেন, “যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলাম, তাদের থেকে ভালো হলে ঠিক আছে। কিন্তু যারা বুথ সম্পর্কে কিছু জানেন না, তারা যদি বুথ এবং ভোট নিয়ে জ্ঞান দেয়, তাহলে মুশকিল। অথচ তারা একসঙ্গে চারটি করে পদ নিয়ে বসে আছে। ভাটপাড়ায় থাকব, আর কামারহাটিতে কাজ দেবে। এলাকার লোক চেনে না। সেটা কি করে সম্ভব! বাংলার রাজনীতিতে বাংলার মাটিতে নেমে কাজ করতে হয়।”

বিশেষজ্ঞদের মতে, বিজেপির বর্তমান নেতৃত্বকে অযোগ্য বলে এই মন্তব্যের মধ্যে দিয়ে রাজ্য বিজেপিকে কার্যত চাপের মুখে ফেলে দিলেন অর্জুন সিংহ। এমনিতেই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে একের পর এক নির্বাচনে পরাজয় নিয়ে রাজ্য বিজেপির ভূমিকায় দলের অন্দরেই প্রশ্ন উঠছে। আর এই পরিস্থিতিতে অর্জুন সিংহের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!