এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পঞ্চায়েতের প্রচারে মাস্টারস্ট্রোক মমতার, চা বানিয়ে জনসংযোগ মুখ্যমন্ত্রীর !

পঞ্চায়েতের প্রচারে মাস্টারস্ট্রোক মমতার, চা বানিয়ে জনসংযোগ মুখ্যমন্ত্রীর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রশাসনিক কর্মসূচি হোক বা দলীয় কর্মসূচি, বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকে জনসংযোগের আধুনিক কার্যকলাপ প্রয়োগ করতে দেখা যায়। বেশ কিছু ক্ষেত্রে কখনও চায়ের দোকানে ঢুকে চা তৈরি করা, আবার কখনও বা মোমো তৈরিতে হাত লাগাতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার উত্তরবঙ্গ দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরুর দিনেই মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূল নেত্রী। যেখানে চালসায় একটি চায়ের দোকানে ঢুকে নিজের হাতেই চা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, সোমবার কোচবিহারে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রচার সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়‌। মঙ্গলবার জলপাইগুড়িতে তার নির্বাচনী প্রচার সভা রয়েছে। আর তার আগেই চালসায় হঠাৎ করেই একটি চায়ের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। যেখানে নিজে হাতেই চা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নির্বাচনের মুখে জনসংযোগের চেষ্টা বলেই মনে করছেন একাংশ।

বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত ভোটের মুখে রীতিমত চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়ে বিজেপি তৃণমূলকে যথেষ্ট চাপে রেখেছে। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ যখন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত, ঠিক তখনই সেই উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মানুষের মন জয় করতে চায়ের দোকানে নিজে হাতেই চা বানাতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!