এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “ভোটের দফা নিয়ে চিন্তিত নই, বিজেপি লড়ে নেবে” বড় দাবি সুকান্তর!

“ভোটের দফা নিয়ে চিন্তিত নই, বিজেপি লড়ে নেবে” বড় দাবি সুকান্তর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে নির্বাচন হয়, তার জন্য দাবি জানিয়েছে বিজেপি। এমনকি আদালতের দ্বারস্থ হয়েও এই ব্যাপারে জয় পেয়েছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে দফা না বৃদ্ধি হলে কি করে সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে প্রত্যেকটি বুথে পর্যাপ্ত ভাবে দেওয়া সম্ভব হবে, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে গোটা বিষয়টি কমিশনের ঘাড়ে ফেলে দিয়ে বিজেপি যে দফা বৃদ্ধি নিয়ে কোনোমতেই চিন্তিত নয়, তা স্পষ্ট করে দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, যে কয় দফাতেই ভোট হোক না কেন, বিজেপি লড়ার জন্য তৈরি রয়েছে। আমাদের কর্মীরা লড়ে নেবে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “দেখুন, ভোট এক দফাতে হোক, চার দফাতে হোক বা পাঁচ দফাতে হোক, আমাদের তাতে কোনো বিষয় নেই। আমরা চাই, সুষ্ঠভাবে নির্বাচন হোক এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হোক। আর যে কয় দফাতেই নির্বাচন হোক না কেন, বিজেপি কর্মীরা লড়ে নেবে।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে সুকান্ত মজুমদার স্পষ্ট করে দিলেন, নির্বাচনে লড়াই নিয়ে চিন্তিত নয় ভারতীয় জনতা পার্টি। তবে সুষ্ঠ নির্বাচন যে তাদের দাবি মধ্যে পড়ে, তা বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি বিজেপি কর্মীরা যে লড়াইয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে, সে কথাও তুলে ধরলেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!