দল বিরোধী কাজের জন্য ভোটের মুখে দলের এক নেত্রীকে 6 বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নিল তৃণমূল উত্তরবঙ্গ রাজ্য May 5, 2019 শৈলশহরে ঘাসফুল ফোটাতে এবারের লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে অমর সিং রাইকে প্রার্থী করেছে তৃণমূল। আর দার্জিলিং বিধানসভার বিধায়ক অমর সিং রাই লোকসভার প্রার্থী হওয়ায় সেই দার্জিলিং বিধানসভা আসনটি শূন্য হয়ে যাওয়ায় সেখানে নির্বাচনের দামামা বেজে গেছে। আগামী 19 মে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী জিটিএর বিনয় তামাংকে সমর্থন করেছে তৃণমূল। তবে দলের এই সিদ্ধান্তকেই এবার মানতে না পেরে পৃথকভাবে এখানে প্রার্থী হয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন পাহাড় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী সারদা সুব্বা রাই। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর দলের মহিলা শাখার সভানেত্রী দলের বিপক্ষে গিয়ে এহেন কাজ করায় এটাকে দল বিরোধী হিসেবে ধরেই এবার সেই সারদা সুব্বা রাইকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল তৃণমূল। সূত্রের খবর, নির্দল প্রার্থী হিসেবে দলের বিরুদ্ধে গিয়ে সারদা সুব্বা রাই নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পরই তাকে 6 বছর সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় শাসকদল। কিন্তু কেন যেখানে দল সিদ্ধান্ত নিল বিনয় তামাংকে সমর্থন করবে, সেখানে তিনি পৃথকভাবে প্রার্থী হলেন? এদিন এই প্রসঙ্গে সেই সারদা সুব্বা রাই বলেন, “পাহাড়ের 105 দিনের বনধ অবরোধে গুরুংয়ের দোসর ছিলেন এই বিনয় তামাং। পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়ে নানা অনিয়ম চলছে। বিনয় তামাং গোষ্ঠীর লোকজন অতিরিক্ত সুবিধা ভোগ করছেন। তাকে এবারের নির্বাচনে কেউ ভোট দেবে না।” তবে সারদা সুব্বা রাই এহেন মন্তব্য করলেও ভোটের বাক্সে তার কি প্রভাব পড়ে এখন সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -