এখন পড়ছেন
হোম > জাতীয় > একুশে জুলাই পালন করতে গিয়ে বিজেপির বাধার সম্মুখীন তৃণমূল, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

একুশে জুলাই পালন করতে গিয়ে বিজেপির বাধার সম্মুখীন তৃণমূল, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য যে কেন্দ্রের মসনদ দখল, তা নিয়ে কোন সন্দেহ নেই। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে তৃণমূল তাঁদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারমধ্যে বাংলার প্রতিবেশী রাজ্য ত্রিপুরা অন্যতম। কার্যত ত্রিপুরায় বিজেপির শাসন, তাই সেখানে তৃণমূলের সংগঠন তৈরিতে বাধা যে আসবে সেটা স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজকে একুশে জুলাই শহীদ দিবস পালনের ক্ষেত্রে ত্রিপুরাকেও বেছে নেওয়া হয়েছে। কিন্তু জানা যাচ্ছে, ত্রিপুরায় শহীদ দিবস পালন করতে গিয়ে বিজেপির বাধার মুখে পড়েছে তৃণমূল।

আর এরকমই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তিনি ট্যুইট করে জানিয়েছেন, ত্রিপুরার কৈলাশ শহরে আজকে একুশে জুলাই শহীদ দিবস পালন করতে গেলে তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এ ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন, ভয় দেখিয়ে তৃণমূলকে চুপ করানো যাবেনা বলে। কার্যত তাঁর হুঁশিয়ারির অভিমুখ যে বিজেপির দিকে, এটা নিয়ে কোন সন্দেহ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ত্রিপুরায় বিজেপি গোষ্ঠীর বক্তব্য- কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি। কার্যত ত্রিপুরায় তৃণমূলের সংগঠন নিয়ে তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির। পাশাপাশি ত্রিপুরার বিজেপি সরকারের দাবি, রাজ্যজুড়ে দুপুর দুটোর পর থেকে কার্ফু চলে করোনা পরিস্থিতির কারণে। সেই অবস্থায় একাধিক জায়গায় শহীদ দিবস পালন করেছে তৃণমূল। আর তাই পুলিশ মহামারী আইনের ভিত্তিতে বেশ কিছু লোককে গ্রেফতার করেছে। সূত্রের খবর, ত্রিপুরার আগরতলা, ধর্মনগর, কৈলাস শহরে ছোট করে হলেও আজকে একুশে জুলাই কর্মসূচি পালন করেছে তৃণমূল।

ধীরে ধীরে হলেও ত্রিপুরায় তৃণমূল সংগঠন তৈরি করছে বলে মনে করা হচ্ছে। একটা সময় মুকুল রায়ের হাত ধরে এই সংগঠন তৈরি হয়েছিল সেখানে। কিন্তু মুকুল রায় বিজেপিতে চলে যাবার পর এই সংগঠন ভেঙে পড়ে। মুকুল রায় আবার পুনরায় ফিরে এসেছেন তৃণমূলে। তাই ত্রিপুরায় আশার আলো দেখছে ঘাসফুল শিবির। আর সংগঠনকে মজবুত করতে যে একুশে জুলাই পালন চলছে সেখানে, তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে সেক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক সংঘাত আবারও সংবাদ শিরোনামে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!