এখন পড়ছেন
হোম > জাতীয় > “কংগ্রেসের শহীদ দিবসকে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়েছেন” – তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

“কংগ্রেসের শহীদ দিবসকে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়েছেন” – তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে পালন করা তৃণমূলের শহীদ দিবসের পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে আজকের দিনটিকে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ দিল্লির রাজঘাটে ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে বিজেপি সাংসদদের নিয়ে ধরনায় বসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে, আজ কলকাতার হেস্টিংস এর বিজেপি কার্যালয় থেকে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী সহ বিজেপির অন্যান্য সাংসদেরা। আজ দুপুর দেড়টার সময় এই কর্মসূচিতে ভার্চুয়াল ভাবে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি। তিনি জানিয়েছেন, কংগ্রেসের শহীদ দিবসকে চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেছেন, কংগ্রেসের শহীদ দিবসকে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়েছেন,এদের কি শহীদ দিবস পালন করা মানায়?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, যারা শহীদ দিবস ছিনিয়ে নেন, যারা সিদ্ধার্থশংকর রায়ের মৃতদেহ ছিনিয়ে নেন, তাঁদের আজকের নাটকের বিরুদ্ধে বিজেপির এই কর্মসূচি। আবার, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে শুরু করেছে গেরুয়া শিবির। আজ হেস্টিংস দপ্তরে ভার্চুয়াল ভাবে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত রয়েছে এই কর্মসূচি।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, শহীদ দিবস পালনে তৃণমূলের একাধিপত্যের উপরে ভাগ বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এ কারণে বিজেপির পক্ষ থেকে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে শহীদ দিবস পালনের দ্বারা দেশে যখন নিজেদের প্রভাব বিস্তারে সচেষ্ট হয়েছে তৃণমূল। অন্যদিকে, পাল্টা কর্মসূচির দ্বারা তৃণমূলের পালের হাওয়া কেড়ে নেওয়ার চেষ্টায় রয়েছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!