এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শহীদ দিবসের আগের রাতেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হল গুলি, অভিযোগের কাঠগড়ায় বিজেপি

শহীদ দিবসের আগের রাতেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হল গুলি, অভিযোগের কাঠগড়ায় বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শহীদ দিবসের ঠিক আগের রাতেই হাবরায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হল গুলি। যে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাবড়া থানার হাটথুবা ঘোষ পাড়া এলাকায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে অল্পের জন্য প্রাণে রক্ষা হয় তৃণমূল নেতার। এই ঘটনায় তৃণমূল অভিযোগের কাঠগড়ায় তুলেছে বিজেপিকে। তবে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোন যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ একুশে জুলাই এর দিনে বেশকিছু বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করবেন বলে, আগ্রহ প্রকাশ করেছেন। কিভাবে তাঁদের তৃণমূলে যোগদান করানো হবে? এ বিষয়ে গতকাল রাতে হাবড়ার হাটথুবা ঘোষ পাড়া এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে এক বৈঠক চলছিল। সেই বৈঠকে যোগদান করেছিলেন তৃণমূল নেতা রাজীব বিশ্বাস। জানা যায়, তিনি যখন বৈঠক করছিলেন। এ সময় তাঁর একটি ফোন আসে। টাওয়ারের সমস্যা থাকার কারণে ফোন ধরতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। এসময় উল্টো দিক থেকে এক দুষ্কৃতী রিভলবার বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর লাফ দিয়ে ঘরের ভেতর চলে যান তৃণমূল নেতা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় তৃণমূল সম্পূর্ণ ভাবে দায়ী করেছে বিজেপিকে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা রাজীব বিশ্বাস জানিয়েছেন যে, যে সময় তিনি ফোনে কথা বলছিলেন, সে সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনি জানালেন, একুশে জুলাই উপলক্ষে বিজেপির বেশকিছু কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করবেন। এই বিষয় নিয়ে বৈঠক চলছিল। এই গুলি ছোড়ার পেছনে বিজেপির হাত রয়েছে। যদিও এ প্রসঙ্গে বিজেপি নেতা বিপ্লব হালদার জানিয়েছেন যে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোন যোগ নেই। এরপর এই ঘটনার বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!