এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট প্রচারে দেখাই মিলল না মুকুলের, ফলাফলে কি পড়বে প্রভাব? বাড়ছে জল্পনা!

ভোট প্রচারে দেখাই মিলল না মুকুলের, ফলাফলে কি পড়বে প্রভাব? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় অনেক বছর আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়। নতুন দলে যোগ দিয়েই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে সম্বোধন করেন তিনি বলেছিলেন, “দিলীপ দা আমার ক্যাপ্টেন।” তবে মুখে দিলীপ ঘোষের প্রশংসা করলেও, পরবর্তীতে মুকুল রায়ের অনুগামীরা বিভিন্ন ইস্যুতে দিল্লিতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বলে খবর পাওয়া যায়।

পরবর্তীতে অবশ্য সেই মুকুল রায়কে সর্বভারতীয় সহ-সভাপতির জায়গা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায় বলেছিলেন, তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেখানে বিজেপির সর্বভারতীয় নেতা হয়েও, কেন মুকুল রায়কে অন্যান্য বিধানসভা কেন্দ্রের প্রচারে দেখা গেল না!

এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে। বলা বাহুল্য, নির্বাচন ঘোষণার বহু আগে থেকেই মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় জুটি হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন। কিন্তু ভোট ঘোষণার পর থেকেই কার্যত অন্তরালে চলে যান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। যা নিয়ে নানা মহলে গুঞ্জন তৈরি হয়।

অনেকে বলছেন, মুকুল রায়কে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল। তাই সেখানে তাকে সময় দিতে হয়েছে। আর সেই কারণেই গোটা রাজ্যে সেভাবে তিনি প্রচার করতে পারেননি। তবে অনেকে এই যুক্তি দিলেও একাংশ আবার তা মানতে চাইছে না। একাংশের দাবি, একুশের হাইভোল্টেজ নির্বাচনে সব থেকে বেশি নজরকাড়া কেন্দ্র ছিল নন্দীগ্রাম। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দুবাবু নন্দীগ্রাম ছাড়াও বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রচার করে বেরিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে মুকুল রায়ের মত অভিজ্ঞ নেতা কৃষ্ণনগরে প্রার্থী হলেও, কেন তিনি অন্যান্য জায়গায় প্রচার করতে গেল না, তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন। তবে কি কৌশলগত কারণে মুকুল রায় এই প্রচার পর্বের বাইরে থাকলেন? প্রায় সকলেই স্বীকার করে নেন, গত লোকসভা নির্বাচনের আগে মুকুল রায় যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে না আসত, তাহলে এত ভালো ফল করতে পারত না ভারতীয় জনতা পার্টি।

তৃণমূলে থাকার সময় রাজ্যের প্রতিটি প্রান্তে বুথ ভিত্তিক সংগঠন গড়ে তুলেছিলেন এই মুকুল রায়। কিন্তু গত লোকসভা নির্বাচনে সেই কাজ তিনি বিজেপির পক্ষে করেছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো তাঁর একমাত্র লক্ষ্য বলে বিজেপিতে আসার পর জানিয়েছিলেন, সেখানে তিনি কেন বিধানসভা নির্বাচনের মত গুরুত্বপূর্ণ নির্বাচনে সেভাবে সামনের সারিতে থাকলেন না?

বিশ্লেষকদের একাংশ বলছেন, রাজ্যজুড়ে প্রচার করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার জন্য কয়েক কোটি টাকা খরচ করে বিলাসবহুল ক্যারাভ্যানের ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেখানে মুকুল রায় এতটা অন্তরালে চলে যাবেন, সেটা সত্যিই অপ্রত্যাশিত ব্যাপার। তাহলে কি ভবিষ্যতের জন্য কোনো বড় পরিকল্পনা করেছে রেখেছেন মুকুল রায়?

আর তাই সেভাবে গোটা রাজ্যজুড়ে বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে নবান্ন দখলের টার্গেট নিয়ে উড়তে দেখা গেল না তাকে? কি করতে চলেছেন মুকুল রায়! এইভাবে নির্বাচনী প্রচারে তার দেখা না পাওয়ায় জল্পনা ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!