এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking, নেপথ্যে কয়লা পাচার, সিবিআই জেরার মুখে বড়োসড়ো পুলিশকর্তা

Big Breaking, নেপথ্যে কয়লা পাচার, সিবিআই জেরার মুখে বড়োসড়ো পুলিশকর্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রুদ্ধশ্বাসে কয়লা পাচার কান্ডের তদন্ত। আজ কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই তলব করল রাজ্যের জনৈক আইপিএস অফিসারকে। এই প্রথম রাজ্যের কোন আইপিএস অফিসার কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর জেরার মুখে পড়েছেন। আজ হুগলির চন্দননগর পুলিস কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসুকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। পূর্বে, তথাগত বসু হুগলির পুলিশ সুপার ছিলেন। আজ সকালে সিবিআই দপ্তরে উপস্থিত হলেন চন্দননগর পুলিস কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিবিআই সূত্রে জানা গেছে, একসময় হুগলি জেলার পুলিশ সুপার ছিলেন তথাগত বসু। হুগলির যখন তিনি পুলিশ সুপার ছিলেন, সেসময় হুগলি জেলাকে কয়লার পাচারকারীরা কয়লা পাচারের রুট হিসেবে ব্যবহার করেছিল। সেসময় আসানসোল, রাণীগঞ্জ, জামুরিয়া থেকে হুগলি হয়ে পাচার করা হয়েছিল কয়লা। তথাগত বসু সেসময় হুগলির পুলিশ সুপার পদে থেকেও কয়লা পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেন নি। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। আজ এ প্রসঙ্গেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। এখনো চলছে তাঁর জিজ্ঞাসাবাদ পর্ব।

কয়লা পাচার কাণ্ডের মূল চক্রী অনুপ মাঝি বা লালার খোঁজ এখনো সিবিআই পায় নি। তবে, কয়লার পাচার কান্ডের জোরদার তদন্ত জারি রয়েছে রাজ্যজুড়ে। কিছুদিন আগে রাজ্যের ১২ টি স্থানে ইডির অভিযান চলেছিল। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন স্থানে সেদিন তল্লাশি চলে। কোন্নগরের দুই ব্যবসায়ী অমিত সিং, নবীন সিংয়ের বাড়িতে চলে তল্লাশি। এই দুই ব্যবসায়ীর সঙ্গে লালার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এই দুই ব্যবসায়ী হাওয়ালার মাধ্যমে অবৈধ অর্থ পাচার করত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!