এখন পড়ছেন
হোম > অন্যান্য > সইফের নতুন কাজে ‘তাণ্ডব’ বি-টাউনে! বাড়ছে জল্পনা

সইফের নতুন কাজে ‘তাণ্ডব’ বি-টাউনে! বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতির পর থেকে অনলাইন মিডিয়ায় সিনেমা সিরিয়াল দেখা সাধারণ মানুষের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য হয়েছে। সেই সুযোগে অনলাইনে ছবি মুক্তি থেকে শুরু করে ওয়েব সিরিজের রমরমা বেড়েছে বহুগুণ। সেখানে অভিনেতা-অভিনেত্রীদের কাছেও অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। আর সেই চ্যালেঞ্জকে সম্পূর্ণভাবে উতরে যেতে নিজেদের অসাধারণ কাজের পরিচয় দিয়েছেন বহু অভিনেতা অভিনেত্রী।

সম্প্রতি সেখানেই মুক্তি পেয়েছে আলি আব্বাস জাফর পরিচালিত ‘তাণ্ডব’ নামের ওয়েব সিরিজটি। আমাজন প্রাইমে প্রকাশ পাওয়া এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার, তিগমংশু ধুলিয়া, দিনো মোরিয়া, কুমুদ মিশ্র, মোহাম্মদ জিশান আইয়ুব, গৌহর খান ও কৃতিকা কামরাকে। তবে এখানেই তান্ডব নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে বি টাউনের পরিস্থিতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ভারতীয় জনতা পার্টির দুজন নেতা রাম কদম এবং মনোজ কোটাক ওয়েব সিরিজটি নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন। হিন্দু ভাবধারাকে ক্ষুণ্ন করার অভিযোগে ওয়েব সিরিজটি নিষিদ্ধ করার দাবি তুলতে দেখা গেছে তাঁদেরকে। সেই সঙ্গে রবিবার আই অ্যান্ড বি মন্ত্রী প্রকাশ জাভাদেকরের কাছে চিঠি লিখে এই হয়ে সিরিজ সম্পর্কে অভিযোগ করতেও দেখা গেছে তাঁদেরকে। সেইসঙ্গে তাঁদের দাবি, হিন্দু দেশে থেকে ভগবান শিবের ত্রিশূল এবং ডমরু নিয়ে আপত্তিকর ঘটনা দেখানো হয়েছে।

তাই কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে তাঁদের তরফে। আর সেখানেই আমাজন প্রাইম কর্তৃপক্ষকে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফে তলব করা হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে ওটিটি প্লাটফর্মে সেন্সরের দাবি করেও সরব হতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টির এই নেতাদের। অন্যদিকে এই ঘটনার জেরে অভিনেতা সইফ আলী খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও বেশি বাড়ানো হয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বাড়ি কিনেছেন সইফ আলি খান আর করিনা কাপুর। সেখানে আপাতত নতুন বাড়িতে জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজ চলছে। যেহেতু পুরনো বাড়ির উল্টোদিকেই নতুন বাড়ি কিনেছেন তারা, তাই এদিন পুলিশি নিরাপত্তার মাঝেই এক বাড়ি থেকে অন্য বাড়িতে জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজ সেরেছেন কর্মচারীরা। অন্যদিকে মুম্বাই পুলিশের তরফে মুম্বাইয়ের পাতৌদি হাউসেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!