এখন পড়ছেন
হোম > রাজ্য >  পানীয় জলের বেহাল দশা, প্রতিবাদে পাম্পেই ভাঙচুর! রণক্ষেত্র এলাকা!

 পানীয় জলের বেহাল দশা, প্রতিবাদে পাম্পেই ভাঙচুর! রণক্ষেত্র এলাকা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক অব্যবস্থার ছবি সামনে আসছে। আর এবার হিঙ্গলগঞ্জের বাইলানি গ্রামে পানীয় জলের বেহাল অবস্থার প্রতিবাদে বিক্ষোভে নেমে পড়লেন গ্রামবাসীরা। যেখানে পাম্পে ভাঙচুর চালানো হলো। আর তারপরেই গোটা গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। যার প্রতিবাদে আবার পাল্টা বিক্ষোভে নমতে দেখা গিয়েছে অন্য গ্রামবাসীদের।

সূত্রের খবর, এদিন হিঙ্গলগঞ্জের বাইলানি গ্রামে ব্যাপক জল সংকটের প্রতিবাদে রাস্তায় নামেন গ্রামবাসীরা। যেখানে গ্রামবাসীদের পক্ষ থেকে একেবারে পাম্পেই ভাঙচুর চালানো হয়। আর তারপরেই নতুন করে সমস্যা তৈরি হয়েছে গোটা গ্রাম জুড়ে। পাম্প ভেঙে দেওয়ার কারণে গোটা গ্রামে পানীয় জল পরিষেবা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভে নেমে পড়েছেন একাংশ। তবে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ হলেও, শেষ পর্যন্ত পানীয় জলের পরিষেবা কখন স্বাভাবিক হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!