মুখ পুড়লো বিজেপির, বালুরঘাটে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কর্মীরা ফের ফিরলেন কংগ্রেসে উত্তরবঙ্গ রাজ্য July 23, 2018 21 জুলাই তৃণমূলকে পাল্টা দিতে বালুরঘাটে বিজেপি একটি সভার আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় সহ দলের বেশ কিছু হেভিওয়েট নেতা-নেত্রী এবং স্থানীয় নেতৃত্ব। সেখানে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নীলাঞ্জন রায়। তিনি ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি এবং অধীর ঘনিষ্ঠ। সেদিন তিনি ও বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে তাঁর সঙ্গে মোট 3 হাজার কর্মী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং সেই নামের তালিকা তিনি পড়ে শোনান। কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই উল্টো ছবি দেখলো রাজ্য। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। 24 ঘণ্টার মধ্যেই ফের বিজেপি থেকে কংগ্রেসে ফিরেছেন। তাদের মধ্যে অনেকে হচ্ছেন ব্লক স্তরের নেতা-নেত্রী। কংগ্রেসে ফিরে তাঁদের অভিযোগ, ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তাই নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদের দল কংগ্রেসের ফিরে এসেছেন। গতকাল জেলা কংগ্রেসের তরফ থেকে প্রাক্তন জেলা সভাপতি নীলাঞ্জন রায়ের সমস্ত দাবি উড়িয়ে কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলা হয় ৩ হাজার জন নয়, ৩০ জন গেছে বিজেপিতে। পাশাপাশি জানানো হয় কংগ্রেসের যাঁরা যাঁরা বিজেপিতে গেছেন বলে দাবি করা হচ্ছে তাঁদের অধিকাংশই কংগ্রেসেই আছেন বিজেপিতে যাননি। কংগ্রেসের তরফে আরো দাবি, জেলা কমিটি থেকে মাত্র তিনজন বিজেপিতে যোগ দিয়েছেন, আর কেউ বিজেপিতে যাননি। এই নিয়ে কংগ্রেস নেত্রী মাধবী গুহও অভিযোগ জানান। তিনি দাবি করেন যে, কংগ্রেসের সভার নাম করে অনেক দূরের গ্রাম ও দলীয় কর্মীদের আনা হয়েছিল। কিন্তু পরে তারা আসল তথ্য জানতে পারেন। মাধবীদেবী নিজেও ওই অনুষ্ঠান ভবনের সামনে গিয়েছিলেন বলে দাবি। আর তারপরেই কারা কারা যোগদান করেছেন সেই তথ্য তিনি জেলা নেতৃত্বকে এসে জানিয়েছেন। তবে যতজন যোগ দেওয়ার কথা বলছে ততজন যোগ দেননি বলেই দাবি তাঁর। আপনার মতামত জানান -